তিন জনকে হেফাজতে রাখা হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজস্থানের তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পালিয়ে এলেও শেষ রক্ষা হল না। কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল খুনের অভিযোগে অভিযুক্ত তিন জন। বৃহস্পতিবার ফুলবাগান এলাকার ঘটনা।
এলাকায় বহিরাগতদের দেখে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। পরে স্থানীয়েরা দেখতে পান ওই বহিরাগত দলের আরও এক জন এলাকার একটি আবাসনের কার্নিশ থেকে নামার চেষ্টা করছেন। এর পরে এলাকার বাসিন্দারা খবর দেয় স্থানীয় থানায়। পুলিশ আসতে দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তেরা। বেশ কিছুক্ষণ ধরে চলে ‘চোর-পুলিশ’ খেলা। তবে এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে সকলেই। ফুলবাগান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা। দীর্ঘ জেরার পরে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা রাজস্থানের বাসিন্দা। ওই রাজ্যের দিদওয়ানা জেলার কুচামান থানায় তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। সেখানকার তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিতেই কলকাতায় এসেছিল।
কার্নিশ থেকে নামার চেষ্টা করছিল অভিযুক্ত। ছবি: সংগৃহীত।
ফুলবাগান থানার পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই রাজস্থানের নির্দিষ্ট থানার পুলিশদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানকার পুলিশের পক্ষ থেকে কলকাতার পুলিশকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের হাতে আটকেরা খুনের ঘটনায় অভিযুক্ত। বর্তমানে ওই তিন জনকে হেফাজতে রাখা হয়েছে।