হাই কোর্টের গেটের কাছে আত্মহত্যার চেষ্টা তিন মহিলার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতা হাই কোর্টের গেট নম্বর ‘ই’-এর সামনে ‘আত্মহত্যা’র চেষ্টা তিন মহিলার। যদিও পুলিশি তৎপরতায় কোনও অঘটনের আগেই তাঁদের আটকানো গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে আচমকাই তিন মহিলা হাই কোর্টের গেটের সামনে চলে আসেন। নিমেষের মধ্যে ওই তিন মহিলার মধ্যে একজন নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। ঠিক সেই সময়েই তাঁদের ধরে ফেলা হয়।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিন মহিলার নাম পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই এবং বন্দনা নস্কর। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশের এক সূত্র জানিয়েছে, ওই মহিলাদের সঙ্গে কেরোসিন তেল ছিল। হাই কোর্টের গেটের সামনে পৌঁছে ওই তিন জনের মধ্যে পূর্ণিমা নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। সেই অবস্থাতেই তিন জনকে তড়িঘড়ি ধরে ফেলে পুলিশ।
হাই কোর্ট চত্বর থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। কী কারণে ওই তিন মহিলা হাই কোর্টের সামনে এসেছিলেন, কেনই বা তাঁদের মধ্যে একজন গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের ওই সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বে তাঁরা দাবি করছেন, স্থানীয় একটি সমবায় সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয়ে নাম বাদ গিয়েছে। তাঁদের বক্তব্য যাচাই করে দেখছে পুলিশ।