দলীয় পুর প্রতিনিধিকে ‘ডাকাত’ বলে বিতর্কে তৃণমূল নেতা

পার্থবাবু আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘‘ওই ওয়ার্ডে ফের স্বপ্না প্রার্থী হলে তিনি নির্দল কাউকে জিতিয়ে আনবেন। পরে তাঁকে তৃণমূলে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০২:৪৬
Share:

প্রতীকী ছবি।

নিজেরই দলের কাউন্সিলরকে ‘ডাকাত’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পার্থ বসু। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি আর ডাকাত পুরমাতার সাথে নেই।’ ওই ফেসবুক পোস্ট নজরে আসতেই হইচই পড়ে যায় তৃণমূলের অন্দরে। ফেসবুকে কারও নাম উল্লেখ না করলেও পরে পার্থ জানিয়েছেন, তাঁর অভিযোগ ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না দাসের বিরুদ্ধে। পার্থের কথায়, ‘‘ওই কাউন্সিলর ‘ডাকাতি’ করে বিভিন্ন নির্মাণকাজ থেকে পয়সা তোলেন। ফুটপাতের দোকান থেকে বিনা পয়সায় খাবার খা‌ন। দলের শীর্ষ মহলে তা জানানো হয়েছে।’’ পার্থবাবুর অভিযোগের কথা শুনে স্বপ্না দাস বলেন, ‘‘উনি তো আমার ওয়ার্ডেরই প্রেসিডেন্ট। এ সব মিথ্যা বলে শুধু আমাকে নয়, দলকেও অসম্মান করছেন। আগামী পুর ভোটে ৪০ নম্বর ওয়ার্ড ফের মহিলাদের জন্য সংরক্ষিত হতে পারে শুনেই আমার উপরে ওঁর আক্রোশ বেড়ে গিয়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত হলে উনি আর প্রার্থী হতে পারবেন না। তাই উল্টোপাল্টা বলা শুরু করেছেন।’’

Advertisement

পার্থবাবু আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘‘ওই ওয়ার্ডে ফের স্বপ্না প্রার্থী হলে তিনি নির্দল কাউকে জিতিয়ে আনবেন। পরে তাঁকে তৃণমূলে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন।’’ এমনিতেই এখন কাটমানি নিয়ে শোরগোল চলছে। এর মধ্যেই শাসক দলের এক পদাধিকারীর এমন ফেসবুক পোস্ট দলীয় মহলে শোরগোল ফেলেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দলের উত্তর কলকাতার কার্যকরী সভাপতি অতীন ঘোষ বলেন, ‘‘পার্থের সঙ্গে কথা বলব। ও দলের দুর্দিনের কর্মী। পোস্টে যে ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে, তা অনভিপ্রেত। এ ধরনের মন্তব্য করার ব্যাপারে ওঁর আরও সংযত হওয়া উচিত ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন