গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
সোমবার রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিভিন্ন গলিপথ জলমগ্ন হয়ে পড়ে। মঙ্গলবার রাত পর্যন্তও সেই জল নামেনি। পুজোর মরসুমে শহরকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুর প্রশাসন। কিন্তু কলকাতাবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বুধবার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।
সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে সল্টলেকের বিভিন্ন জায়গায় জল জমে যায়। মঙ্গলবার রাত পর্যন্ত সল্টলেক-সহ বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর ছুঁইছুঁই জল জমে ছিল। পাম্প করে জল নামানোর চেষ্টা হলেও জলযন্ত্রণা থেকে পুরোপুরি নিস্তার মেলেনি। অঘটন এড়াতে জল না-নামা পর্যন্ত বিধাননগর পুর এলাকায় পথবাতি না-জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। জলযন্ত্রণা থেকে সল্টলেকবাসী নিস্তার পান কি না, সে দিকে নজর থাকবে আজ।
সোমবার রাত থেকে একটানা বৃষ্টিতে কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। জল জমে যায় শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের কাছে রেললাইনেও। তার জেরে শিয়ালদহ এবং হাওড়া উভয় শাখাতেই ট্রেন পরিষেবা দীর্ঘ সময় ধরে অনিয়মিত হয়ে পড়ে। বাতিল করতে হয় বেশ কিছু দূরপাল্লার ট্রেন। লাইনে জল জমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক বিঘ্নিত হয় মেট্রো পরিষেবাও। বুধবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সার্বিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মঙ্গলবার কলকাতায় পুজোমণ্ডপের উদ্বোধনের কর্মসূচি স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই পুজোমণ্ডপগুলির উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়া তালিকায় আরও কিছু পুজোমণ্ডপ যুক্ত হতে পারে। পাশাপাশি, কালীঘাটে নবরূপে নির্মিত দমকলকেন্দ্রেরও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। অন্য দিকে, বাংলাদেশও সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ফলে দুই দলই আত্মবিশ্বাসী। ভারত এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত। তাই খাতায়কলমে তারাই এগিয়ে। আজ বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে এক পা দিয়ে দেবেন সূর্যকুমার যাদবেরা। অন্য দিকে, বাংলাদেশ চাইবে ভারতের আনন্দ মাটি করতে। আজ রাত ৮টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।
রাজ্য নিয়ম মেনে পোস্টিং করেনি বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। রাজ্যের পোস্টিং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তিনি। ওই মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আজ ওই মামলার রায় ঘোষণা করবে আদালত। সকাল সাড়ে ১০টায় হাই কোর্ট জানাবে স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত সঠিক না বেঠিক! আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দু’বারই জিতেছে ভারত। তবে ম্যাচে বিতর্কও অনেক হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ জায়গা পেয়েছে ক্রিকেট মাঠে। বিতর্ক বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফ। বিতর্কে জড়িয়ে পড়েছেন দুই দেশের প্রাক্তন ক্রিকেটারেরাও। ভারত-পাকিস্তান বিতর্কের সব খবর থাকছে।
সামনেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়। তার আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে ভারত ‘এ’। প্রথম টেস্ট ড্র হয়েছে। আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেলদের দিকে নজর রয়েছে। খেলা শুরু সকাল ৯.৩০ মিনিটে।
অনূর্ধ্ব-১৯ এক দিনের সিরিজ়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। প্রথম ম্যাচে জয় পেয়েছেন বৈভব সূর্যবংশীরা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়েছে ভারত। আজ দ্বিতীয় দিনের খেলা। শুরু হবে সকাল ৯.৩০ মিনিট থেকে। সরাসরি দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
২ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু ভারতের। আজ হতে পারে সেই সিরিজ়ের দল ঘোষণা। কারা থাকবেন ১৫ জনের দলে? থাকছে তার সব খবর।