দুর্ঘটনায় জখম সার্জেন্ট

মোটরবাইকের ধাক্কায় আহত হলেন এক পুলিশ অফিসার। রবিবার রাতে, রাজভবনের সামনে। আহতের নাম অরিন্দম সরকার। বাইকচালক বাপ্পা রায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, রেড রোডে বেপরোয়া বাইকটিকে থামতে বলে টহলদার পুলিশ। চালক তা অগ্রাহ্য করে থামেন রাজভবনের সামনে। সেখানে ওয়্যারলেস বিভাগের সার্জেন্ট অরিন্দমবাবু চালককে জি়জ্ঞাসাবাদ করতে গেলে ফের তিনি বাইক চালিয়ে দেন বলে অভিযোগ। আঘাত পান ওই সার্জেন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:০০
Share:

মোটরবাইকের ধাক্কায় আহত হলেন এক পুলিশ অফিসার। রবিবার রাতে, রাজভবনের সামনে। আহতের নাম অরিন্দম সরকার। বাইকচালক বাপ্পা রায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, রেড রোডে বেপরোয়া বাইকটিকে থামতে বলে টহলদার পুলিশ। চালক তা অগ্রাহ্য করে থামেন রাজভবনের সামনে। সেখানে ওয়্যারলেস বিভাগের সার্জেন্ট অরিন্দমবাবু চালককে জি়জ্ঞাসাবাদ করতে গেলে ফের তিনি বাইক চালিয়ে দেন বলে অভিযোগ। আঘাত পান ওই সার্জেন্ট। পরে পুলিশ তাড়া করে বাইকটি আটক করে। অরিন্দমবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাপ্পাও জামিনে ছাড়া পান। ওই রাতেই টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে একটি গাড়ি ধাক্কা মারে পুলিশের টহলদার গাড়িকে। জখম হন পুলিশের গাড়ির চালক-সহ তিন জন। এ দিকে, ওই রাতেই ঘোলার চণ্ডীতলায় বাস-অটোর সংঘর্ষে মৃত্যু হয় এক অটোযাত্রীর। মৃত বিপ্লব দে সরকারের (৬১) বাড়ি তেঘরিয়ায়। আহত মোট ন’জনকে প্রথমে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে আর জি করে আনা হয়। সোমবার সেখানে মারা যান বিপ্লববাবু। বাস ও অটোটি আটক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement