অটোর ভাড়া নিয়ে পরিবহণ দফতরের বৈঠক

উল্টোডাঙা থেকে বিধাননগরের মধ্যে চালু রুটগুলির ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন দফতরের আধিকারিকেরা। সেখানে উপস্থিত থাকার কথা বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের কর্তাদেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০০:৪৪
Share:

ফাইল চিত্র

অটোর ভাড়া নিয়ে গত সোমবার উল্টোডাঙা স্টেশনে গোলমালের পরে পরিস্থিতি সামাল দিতে নড়ে বসল পরিবহণ দফতর। আজ, শুক্রবার উল্টোডাঙা থেকে বিধাননগরের মধ্যে চালু রুটগুলির ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন দফতরের আধিকারিকেরা। সেখানে উপস্থিত থাকার কথা বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের কর্তাদেরও।

Advertisement

অটো ইউনিয়ন সূত্রের খবর, বিধাননগর রোড বা উল্টোডাঙা স্টেশন থেকে সল্টলেকের দিকে বর্তমানে ছ’টি অটো রুট চালু রয়েছে। অটোগুলি উল্টোডাঙা থেকে পাঁচ নম্বর সেক্টর, বিকাশ ভবন, করুণাময়ী, সিটি সেন্টার, বৈশাখী এবং চার নম্বর ট্যাঙ্কের মধ্যে যাতায়াত করে। ওই রুটগুলিতে যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া আদায়, দুর্ব্যবহার এবং যাত্রী প্রত্যাখানের অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। যাত্রীদের বড় অংশের অভিযোগ, পাঁচ নম্বর সেক্টরগামী অটোগুলির বেশির ভাগ ইচ্ছে মতো ভাড়া চায়। আরও অভিযোগ, সন্ধ্যে সাতটার পরে অন্য রুটের অটোচালকদের একাংশেরও যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায়ের প্রবণতা দেখা যায়।

পরিবহণ দফতর সূত্রে খবর, এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন বারাসতের অতিরিক্ত পরিবহণ আধিকারিক ছাড়াও বেলতলা মোটর ভেহিকল্‌সের সচিব এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের ডেপুটি কমিশনার। পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, “উল্টোডাঙার ঘটনা সামনে আসার পরে অটো ইউনিয়নের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং যথেচ্ছ ভাড়া আদায় নিয়ে তাঁদের সতর্ক করা হবে। পাশাপাশি অভিযোগ পেলে পুলিশকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে।”

Advertisement

অভিযোগ, বারাসত থেকে পারমিট পাওয়া কিছু অটো প্রায়ই নিজের রুট ছেড়ে অন্য রুটে ঢুকে পড়ে। ফলে অটো চিহ্নিত করা মুশকিল হয়ে যায়। তাই কোন রুটে কতগুলি অটো চলার অনুমতি রয়েছে, তা-ও খতিয়ে দেখবেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। এক আধিকারিক জানান, বিধাননগরের পরে উল্টোডাঙা থেকে বাগুইআটির মধ্যে যাতায়াত করে এমন অটো রুটের ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও শনিবার
বৈঠক হবে।

সল্টলেক বা বিধাননগরের একাধিক অটো ইউনিয়ন সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কিছু ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে। বিভিন্ন রুটে গন্তব্যের ভাড়া বোর্ডে লিখে তা যাত্রীদের জানানোর ব্যবস্থা হবে। আইএনটিটিইউসি-র বিধাননগর এলাকার নেতা নির্মল দত্ত বলেন, “অটো স্ট্যান্ডে ভাড়ার তালিকা লাগানো ছাড়াও বিশেষ হেল্পলাইন নম্বর চালুর কথা ভেবেছি। ফোন বা হোয়াটসঅ্যাপে ওই নম্বরে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। অভিযোগ পেলে সংশ্লিষ্ট অটোচালককে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন