ব্যাঙ্ক প্রতারণা চক্রের দুই পাণ্ডা গ্রেফতার

সিআইডি সূত্রের খবর, কয়েক দিন আগে সোনারপুর থানা এলাকার বাসিন্দা সুপর্ণা রায় নামে এক স্বাস্থ্যকর্মীকে ফোন করে তাঁর আধার ও প্যান কার্ডের নম্বর নেয় জামতারা গ্যাং-এর ওই দুই পাণ্ডা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০২:৪৬
Share:

প্রতীকী ছবি।

ব্যাঙ্ক প্রতারণা চক্রের মাথা, দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের নারায়ণপুর থানা এলাকা থেকে তাদের ধরা হয়। সিআইডির কর্তারা জানিয়েছেন, ধৃতদের নাম যুগল মাহাতো ও সুরেশ মণ্ডল।

Advertisement

সিআইডি সূত্রের খবর, কয়েক দিন আগে সোনারপুর থানা এলাকার বাসিন্দা সুপর্ণা রায় নামে এক স্বাস্থ্যকর্মীকে ফোন করে তাঁর আধার ও প্যান কার্ডের নম্বর নেয় জামতারা গ্যাং-এর ওই দুই পাণ্ডা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুপর্ণাদেবীর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা লোপাট করে নেয় ধৃতেরা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

এর পরে বারুইপুর পুলিশের তরফে সিআইডি সাইবার সেলে ওই অভিযোগ পাঠানো হয়। তদন্ত শুরু করেন সাইবার সেলেরতদন্তকারীরা। সিআইডি-র এক কর্তার কথায়, সুপর্ণার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকা পেটিএমে সরিয়ে ফেলা হয়েছিল। পেটিএম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, সুপর্ণার মোবাইলে যে নম্বর থেকে ফোন আসে, সেটি ঝাড়খণ্ডের নারায়ণপুর থানার জামতারা গ্রাম থেকে এসেছিল। এর পরেই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই দু’জন বেনামি সিম থেকে সুপর্ণার মোবাইলে ফোন করেছিল বলে সূত্র মিলেছিল। ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নিয়ে দু’জনকে শনাক্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের কথায়, দেশ জুড়ে এই প্রতারণা চক্র সক্রিয়। ধৃতদের জেরা করে চক্রের আরও সদস্যদের খোঁজ চলছে। আজ, শুক্রবার ধৃতদের কলকাতায় নিয়ে আসা হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement