দু’টি দেহ উদ্ধার

রেল সেতুর নীচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার, বালিহল্টে। পুলিশ জানায়, এলাকার বাসিন্দারাই ওই ব্যক্তিকে বালিঘাট ও বালিহল্ট স্টেশনের সংযোগকারী সেতুর নীচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আসে নিশ্চিন্দা থানা ও বেলুড় জিআরপি। রেল পুলিশ জানায়, ওই ব্যক্তির চোয়ালের বাঁ দিকে ও কোমরে আঘাত রয়েছে। পোশাক ছিঁড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:২৪
Share:

রেল সেতুর নীচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার, বালিহল্টে। পুলিশ জানায়, এলাকার বাসিন্দারাই ওই ব্যক্তিকে বালিঘাট ও বালিহল্ট স্টেশনের সংযোগকারী সেতুর নীচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আসে নিশ্চিন্দা থানা ও বেলুড় জিআরপি। রেল পুলিশ জানায়, ওই ব্যক্তির চোয়ালের বাঁ দিকে ও কোমরে আঘাত রয়েছে। পোশাক ছিঁড়ে গিয়েছে। পুলিশের অনুমান, বুধবার রাতে সেতু ধরে হাঁটার সময়ে কোনও ভাবে ট্রেনের ধাক্কায় পড়ে যান ওই ব্যক্তি। রেল পুলিশ জানায়, ওই ব্যক্তির পকেটে তাঁর মোবাইল মিলেছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ দিনই তিলজলা থানার পিকনিক গার্ডেন রোডে একটি বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানায়, শুভঙ্কর রায় (২১) নামে ওই ব্যক্তিকে এ দিন প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর স্ত্রী। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement