আংশিক বন্ধ থাকবে পুরসভার দু’টি গেট

সুড়ঙ্গ খনন জনিত অভিঘাতে পুরসভা ভবনের ক্ষতির আশঙ্কা করে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ আইআইইএসটি এবং অন্য একটি সংস্থার পরামর্শ মেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছেন বলে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০১:১২
Share:

—ফাইল চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ নির্মাণের কাজের জন্য কলকাতা পুরসভার দু’টি প্রবেশপথ আগামী দু’সপ্তাহের জন্য আংশিক বন্ধ রাখা হবে। মেট্রো সূত্রের খবর, এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ট্রেজারি গেট এবং এলিট সিনেমা সংলগ্ন গেটে লোহার স্তম্ভ বসানো হয়েছে। ফলে ওই দু’টি গেট দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

মাটির নীচে সুড়ঙ্গ খননের জেরে শতাব্দী প্রাচীন পুরসভা ভবনের একাংশ সম্ভাব্য প্রভাবিত এলাকার (ইনফ্লুয়েন্স জোন) মধ্যে পড়ছে। সুড়ঙ্গ খনন জনিত অভিঘাতে পুরসভা ভবনের ক্ষতির আশঙ্কা করে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ আইআইইএসটি এবং অন্য একটি সংস্থার পরামর্শ মেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছেন বলে খবর। সেই মতো টানেল বোরিং মেশিন চলার ফলে কোথাও ফাটল কিংবা ধস নামার আশঙ্কা তৈরি হচ্ছে কি না, তা নজরে রাখার জন্য একাধিক যন্ত্র বসানো হয়েছে।

মেট্রো সূত্রের খবর, আপাতত সুড়ঙ্গের মুখে নির্মাণ সামগ্রী বয়ে নিয়ে যাওয়ার দু’টি লাইন বসানোর কাজের জন্য সাময়িক ভাবে সুড়ঙ্গ খনন বন্ধ রয়েছে। শীঘ্র তা শুরু হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন