Police Investigation

‘তোলা না দেওয়ায়’ বেধড়ক মার, ধৃত দুই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা নিউ মার্কেটের দোকানদার। নিউ মার্কেটেই ব্যবসা করেন অভিযোগকারী মনু সিংহ। অভিযোগ, ব্যবসাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের বচসা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৫
Share:

দু’জনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। —প্রতীকী চিত্র।

নিউ মার্কেটে ব্যবসা করা নিয়ে বিবাদ। তার জেরে দুই যুবককে এস এস কে এম হাসপাতাল সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃত দু’জনের নাম মহম্মদ জাভেদ এবং মহম্মদ তেবরাজ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা নিউ মার্কেটের দোকানদার। নিউ মার্কেটেই ব্যবসা করেন অভিযোগকারী মনু সিংহ। অভিযোগ, ব্যবসাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের বচসা হয়। যদিও সেই সময়ে বিষয়টি প্রাথমিক ভাবে মিটে যায়। ব্যবসার শেষে শনিবার রাত ১২টা নাগাদ মোটরবাইকে করে ফিরছিলেন মনু এবং তাঁর ভাই। সেই সময়ে অভিযুক্ত জাভেদ এবং তেবরাজ দলবল নিয়ে এসএসকেএম হাসপাতাল সংলগ্ন হরিশ মুখার্জি রোডে দাঁড় করায় বাইকটি। অভিযোগ, সেখানে এক দফা বচসার পরে দুই ভাইকে বেধড়ক মারধর করে জাভেদরা। তাঁদের অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। আহত হন মনু এবং তাঁর ভাই রামানুজ। রাতেই এসএসকেএমে তাঁদের চিকিৎসা হয়।

এর পরেই ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মনু। তদন্তে নেমে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে দুই অভিযুক্তকে। তোলা না দেওয়ায় এই হামলা বলে অভিযোগ করেছেন মনু। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন