ডুবে মৃত্যু দু’জনের

রং খেলার পরে স্নান করতে নেমে বুধবার জলে ডুবে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হল এক কিশোর-সহ দু’জনের। একটি ঘটনা ঘটেছে কলকাতার উত্তর বন্দর এলাকার গঙ্গায়, অন্যটি হাওড়ার বালির নিশ্চিন্দাপুরে। মৃতদের নাম অজিত সাহু (১৬) ও দিলীপ মল্লিক (৫২)। উত্তর বন্দর থানা এলাকায় অন্য একটি ঘটনায় এক যুবক গঙ্গায় ডুবে যাওয়ার মুখে তাঁকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০০:৩৯
Share:

রং খেলার পরে স্নান করতে নেমে বুধবার জলে ডুবে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হল এক কিশোর-সহ দু’জনের। একটি ঘটনা ঘটেছে কলকাতার উত্তর বন্দর এলাকার গঙ্গায়, অন্যটি হাওড়ার বালির নিশ্চিন্দাপুরে। মৃতদের নাম অজিত সাহু (১৬) ও দিলীপ মল্লিক (৫২)। উত্তর বন্দর থানা এলাকায় অন্য একটি ঘটনায় এক যুবক গঙ্গায় ডুবে যাওয়ার মুখে তাঁকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, বুধবার দুপুর তিনটে নাগাদ রং খেলার পরে উত্তর বন্দর থানা এলাকার টেগোর ঘাটে স্নান করতে নামে সাত-আট জন কিশোরের একটি দল। তাদের মধ্যেই ছিল মানিকতলা মেন রোডের বাসিন্দা অজিত। সাঁতার না জানায় গঙ্গায় নেমে ডুবে যায় সে। গঙ্গার পাড়ে উপস্থিত লোকজন ও পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

এ দিনই দুপুরে বালির নিশ্চিন্দাপুর থানা এলাকার রামচন্দ্রপুরে পুকুরে ডুবে মৃত্যু হয় দিলীপ মল্লিক নামে এক ব্যক্তির। পুলিশ জানায়, রং খেলার পরে পাড়ার ওই পুকুরে স্নান করতে নেমেছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারাই তাঁর মৃতদেহ উদ্ধার করেন।

Advertisement

এ দিকে, উত্তর বন্দর থানা এলাকার গঙ্গার চাঁপাতলা ঘাটে স্নান করতে নেমে জলে ডুবে যাচ্ছিলেন কৃষ্ণেন্দু রায়চৌধুরী (২৯) নামে এক যুবক। ওই সময়ে গঙ্গায় টহল দিচ্ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের লঞ্চ। গৌরাঙ্গ মণ্ডল নামে বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য লঞ্চ থেকে জলে ঝাঁপ দিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করেন বটতলার বাসিন্দা ওই যুবককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement