Fraud

টাওয়ার বসানোর নামে লোপাট ৮০ লক্ষ, ধৃত ২

পুলিশ জানায়, কলকাতা বিমানবন্দরের ইটলগাছা এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁকে ফোনে বলা হয়, বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসালে এককালীন বড় অঙ্কের টাকা দেওয়া হবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০২:১৫
Share:

প্রতীকী ছবি।

মোবাইল টাওয়ার বসানোর বিনিময়ে অর্থ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতদের নাম, দেবব্রত চক্রবর্তী ওরফে দেবু (২৭) ও সৌমিক দেবনাথ (৩০)। তাঁদের শুক্রবার আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ হয়।

Advertisement

পুলিশ জানায়, কলকাতা বিমানবন্দরের ইটলগাছা এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁকে ফোনে বলা হয়, বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসালে এককালীন বড় অঙ্কের টাকা দেওয়া হবে। তার পরে ভাড়া এবং এক জনকে চাকরি দেওয়া হবে। কিন্তু তার আগে বিভিন্ন ফি-র জন্য কিছু টাকা দিতে হবে। প্রলোভনে পা দিয়ে দফায় দফায় তিনি ৮০ লক্ষ টাকা দিয়ে দেন। অভিযোগ, এর পরে টাওয়ার বসানো হয়নি, টাকাও ফেরত পাননি তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দু’টি কল সেন্টার থেকে ফোন করে প্রলোভন দেখানো হয়েছিল। এর পরে পুলিশ বাঙুর অ্যাভিনিউয়ে দু’টি কল সেন্টারের অফিসে হানা দেয়। ওই দু’টি অফিস সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি, নগদ ৫০ হাজারেরও বেশি টাকা ও এটিএম কার্ড।

সূত্রের খবর, পুলিশের অনুমান, এই ঘটনায় একটি চক্র সক্রিয়। এ ভাবে আরও অনেককে প্রতারিত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দু’টি সংস্থার দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

Advertisement

অন্য দিকে শুক্রবার বাঙুর অ্যাভিনিউয়ের ডি ব্লকে একটি কল সেন্টার থেকে পুলিশ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের নাম, পিন্টু চৌধুরী, মুকেশ চৌধুরী, শিবু কিস্কু, শুকদেব যাদব। উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, ৪০টি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, নথি। পুলিশ জানায়, ভুয়ো কল সেন্টার খুলে নানা ভাবে প্রতারণা করা হচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন