Motorbike

রাতের বাইপাসে বেপরোয়া বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লরির, মৃত দুই তরুণ

ফুলবাগান থানার তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সৌরভ খটিক এবং মহম্মদ ইমরান। দু’জনেই কাশীপুর থানার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৪
Share:

পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটি দুর্ঘটনার পর পরই পালিয়ে যায়।

রাতের বাইপাসে বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত একটা নাগাদ ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের উপর ফুলবাগান থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। উল্টোডাঙা গামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় একটি মোটর বাইকের। মোটরবাইকে ছিলেন দুই যুবক। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়, অন্যজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মত বলে ঘোষণা করেন।

Advertisement

ফুলবাগান থানার তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সৌরভ খটিক এবং মহম্মদ ইমরান। দু’জনেই কাশীপুর থানার বাসিন্দা।

তদন্তে জানা গিয়েছে, নিহত দুই যুবক বাইপাসের ধারে একটি ধাবায় খাওয়া দাওয়া সেরে আইন ভেঙে বাইপাসের গড়িয়াগামী অংশ দিয়ে দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল উল্টোডাঙার দিকে।

Advertisement

আরও পড়ুন, ‘খাম’-বন্দি নেশার ডাক বিকোচ্ছে শহরে

ওই বেসরকারি হাসপাতালের সামনের সিগন্যাল থেকে উল্টোডাঙাগামী রাস্তায় উঠতে গেলে লরির সঙ্গে সংঘর্ষ হয়। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটি দুর্ঘটনার পর পরই পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই লরিটিকে সনাক্ত করে ধরার চেষ্টা করছে পুলিশ।

(কলকাতা শহরের রোজকার ঘটনা, কলকাতার আবহাওয়া, কলকাতার হালচাল জানতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement