ব্যাগের পাইপে লুকনো ডলার উদ্ধার বিমানবন্দরে

ট্রলি ব্যাগের পাইপের ভিতরে লোকানো ছিল টাকা। শনিবার কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন ঋষিকেশ যাদব। কিন্তু, কলকাতা বিমানবন্দরে তাঁর পথ আটকান শুল্ক অফিসারেরা। ঋষিকেশের ট্রলি ব্যাগের পাইপের ভিতর থেকে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার এবং ২ লক্ষ ভারতীয় টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ১৮:৩৩
Share:

ট্রলি ব্যাগের পাইপের ভিতরে লোকানো ছিল টাকা। শনিবার কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন ঋষিকেশ যাদব। কিন্তু, কলকাতা বিমানবন্দরে তাঁর পথ আটকান শুল্ক অফিসারেরা। ঋষিকেশের ট্রলি ব্যাগের পাইপের ভিতর থেকে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার এবং ২ লক্ষ ভারতীয় টাকা। টাকা ও ডলার লোকানো ছিল হলুদের প্যাকেটের ভিতরেও। নিয়ম মতো এত টাকা নিয়ে কোনও ব্যক্তি বিদেশে যেতে পারেন না। সমস্ত মুদ্রা মিলিয়ে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার থাকতে পারে একজন যাত্রীর কাছে। জানা গিয়েছে, বেআইনি ভাবে ভারতীয় ২০ লক্ষ টাকার সম পরিমাণ মুদ্রা নিয়ে গেলে তবেই গ্রেফতার করা হয় যাত্রীকে। এ ক্ষেত্রে সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৭ লক্ষ ৭৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। টাকা ও ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement