নথি ছাড়া ব্যাঙ্ককে উনিশ যুবক ১৯, ধৃত ১

পুলিশ সূত্রের খবর, উপেন্দ্র নিজে গত কয়েক বছর ধরে ব্যাঙ্ককে শ্রমিকের কাজ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০০:২১
Share:

প্রতীকী ছবি।

কাজ দেওয়ার নাম করে ১৯ জন যুবককে নিয়ে ব্যাঙ্ককে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা, বছর ৩৫-এর উপেন্দ্রকুমার সিংহ। তাঁকে এবং ওই ১৯ জন যুবককে ঢুকতে দেয়নি তাইল্যান্ড সরকার। দু’দফায় ফেরত পাঠানো হয়েছে তাঁদের। কলকাতায় ফেরার পরে রবিবার উপেন্দ্রকে গ্রেফতার করেছে বিমানবন্দরের পুলিশ। খবর পাঠানো হয়েছে বালিয়া পুলিশের কাছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, উপেন্দ্র নিজে গত কয়েক বছর ধরে ব্যাঙ্ককে শ্রমিকের কাজ করতেন। আরও শ্রমিকের প্রয়োজন জেনে তিনি বিহারের বক্সার জেলার ওই ১৯ জনের সঙ্গে যোগাযোগ করেন। কথা হয়, ব্যাঙ্কেক গিয়ে চাকরি করবেন তাঁরা। বিমানের টিকিট ও চাকরি দেওয়ার নামে তাঁদের থেকে উপেন্দ্র ৬৫ হাজার টাকা করে নেন বলে অভিযোগ।

দিন চারেক আগে ওই ১৯ জনকে নিয়ে কলকাতা থেকে ব্যাঙ্ককে পৌঁছন উপেন্দ্র। সেখানে নামার পরে পর্যটক ভিসা (ভিসা অন অ্যারাইভাল) করাতে যান তাঁরা। একই পদ্ধতিতে উপেন্দ্র আগে নিজের জন্য পর্যটক ভিসা করিয়ে সেখানে চাকরি করেছেন। কিন্তু, এ বার ভিসা করার সময়ে সেখানকার অফিসারদের সন্দেহ হয়। তাঁরা বিহারের যুবকদের জেরা করে জানতে পারেন, তাঁরা চাকরির জন্য গিয়েছেন, অথচ পর্যটক ভিসা করাচ্ছেন। কোনও ভারতীয় ব্যাঙ্ককে গিয়ে চাকরি করতে চাইলে যে সরকারি নথিপত্র দরকার, তা ওই যুবকদের কাছে ছিল না।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দু’দিন জেরা করার পরে উপেন্দ্র-সহ কয়েক জনকে শনিবার ফেরত পাঠানো হয়। রবিবার আসেন ১০ জন। বিমানবন্দরের পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে হেতু পুরো পরিকল্পনা উপেন্দ্র বালিয়ায় বসে করেছিলেন, সেখানে বসেই টাকা নিয়েছিলেন, তাই তদন্ত বালিয়া থেকেই হওয়ার কথা। বালিয়া থেকে পুলিশ এলে উপেন্দ্রকে তাদের হাতে তুলে দেওয়া হবে। ওই ১৯ জন যুবক এই মামলায় সাক্ষী হতে পারেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন