Lalbazar

ফের ভাইরাল টাকা আদায়ের ভিডিয়ো, দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা লালবাজারের

এক পুলিশকর্তা জানান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় পুলিশকর্মীদের টাকা নিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পরেই ওই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৮:১৩
Share:

টাকা নেওয়ার অভিযোগ নতুন নয়। —প্রতীকী চিত্র।

পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে গাড়ি দাঁড় করিয়ে টাকা নেওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি পশ্চিম বন্দর থানা এলাকার তেমনই দু’টি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই দু’টি ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার যাচাই করেনি) দেখে বন্দর এলাকার এক পুলিশ কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার। কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তিনি পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন। সিভিক ভলান্টিয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি রিভার ট্র্যাফিক পুলিশে কর্মরত ছিলেন।

এক পুলিশকর্তা জানান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় পুলিশকর্মীদের টাকা নিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পরেই ওই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এমন ঘটনা নজরে এলেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে হাওড়া সেতুতেও গাড়ি থামিয়ে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সে ক্ষেত্রেও অভিযুক্ত এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, পশ্চিম বন্দর থানা এলাকার ভিডিয়ো দু’টির একটি গত ১৪ জুন তোলা। অভিযোগ, তাতে দেখা গিয়েছে, টহলরত পুলিশ গাড়ি থামিয়ে টাকা আদায় করছে। অভিযুক্ত কনস্টেবলকে গত বুধবার সাসপেন্ড করা হয়। ১৩ জুনের অন্য ভিডিয়োয় দেখা যায়, নাকা তল্লাশির সময়ে টাকা নিচ্ছেন এক সিভিক ভলান্টিয়ার। গত বৃহস্পতিবার তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

লালবাজার ওই ব্যবস্থা গ্রহণ করলেও প্রশ্ন উঠেছে, নাকা তল্লাশি করার কথা সিসি ক্যামেরার আওতাধীন এলাকায়। কিন্তু তা হচ্ছে কোথায়? এর সঙ্গেই অভিযোগ, পুলিশকর্তাদের নজরদারিতেও ঘাটতি থাকছে। আর তার জেরেই বিনা বাধায়, বিনা সঙ্কোচে গাড়ি থামিয়ে টাকা আদায় করছেন পুলিকর্মীদের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন