জামিন চাইলেন বিক্রম

প্রসঙ্গত, ২৯ এপ্রিল ভোরে ওই দুর্ঘটনায় মারা যান মডেল সোনিকা সিংহ চৌহান। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে বিক্রমের আগাম জামিনের আবেদনের শুনানির আগেই ৬ জুলাই গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০২:০৪
Share:

বিক্রম চট্টোপাধ্যায়

গাড়ি দুর্ঘটনার পরে বাইপাসের ধারে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানে তাঁর রক্তে অ্যালকোহল থাকার পরীক্ষাই হয়নি বলে জামিনের আবেদনে দাবি করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আইনজীবীদের একাংশের ধারণা, এই দাবি জানিয়ে বিক্রম প্রমাণ করতে চাইছেন, তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না তার কোনও পরীক্ষাই হয়নি। পুলিশও তার সমর্থনে আদালতে প্রমাণ পেশ করতে পারেনি। সোমবার আলিপুর জেলা দায়রা আদালতে বিক্রমের জামিনের আবেদন জমা পড়েছে। আগামী ২০ জুলাই তার শুনানি হতে পারে।

Advertisement

প্রসঙ্গত, ২৯ এপ্রিল ভোরে ওই দুর্ঘটনায় মারা যান মডেল সোনিকা সিংহ চৌহান। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে বিক্রমের আগাম জামিনের আবেদনের শুনানির আগেই ৬ জুলাই গ্রেফতার করা হয় তাঁকে। ফলে গুরুত্ব হারায় সেই মামলাটি। ১১ জুলাই ডিভিশন বেঞ্চ সে কথা জানিয়েও দেয়।

৬ জুলাই বিক্রমকে গ্রেফতার করে পুলিশ পরদিন তাঁকে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করিয়েছিল। সে দিন বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজত দেন। ১০ জুলাই ফের বিক্রমকে আদালতে তোলা হয়। ওই দিন তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু তা খারিজ করে বিচারক ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজত দেন বিক্রমকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement