Waterlogging in Kolkata Hospitals

আরজি কর, এসএসকেএম থেকে এনআরএস, কলকাতার সব হাসপাতালেই জল থৈ থৈ অবস্থা! কোথায় কী পরিস্থিতি

বাস এবং ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় হাসপাতালের কর্মীদের বড় অংশ কর্মস্থলে পৌঁছোতে পারেননি। রাতের ডিউটিতে থাকা কর্মীদের আপাতত থেকে যেতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০
Share:

জলে ভাসছে হাসপাতালে এক্স রে করানোর কক্ষ। মঙ্গলবার সকালে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। —নিজস্ব চিত্র।

রাতভর ভারী বর্ষণে জলমগ্ন কলকাতা। জল জমেছে শহরের প্রায় প্রত্যেকটি হাসপাতালেই। বাস এবং ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় হাসপাতালের কর্মীদের বড় অংশ কর্মস্থলে পৌঁছোতে পারেননি। রাতের ডিউটিতে থাকা কর্মীদের আপাতত থেকে যেতে বলা হয়েছে। তবে সব জায়গাতেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতালের একাংশে এখনও জল জমে রয়েছে। মেডিক্যাল কলেজের ল্যাবরেটরির সামনে জল জমেছিল। পাম্প চালিয়ে সেই জল বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক্স-রে রুমে হাঁটুসমান জল।

নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালের সাধারণ ওয়ার্ড এবং জরুরি বিভাগে জল নেই। তবে হাসপাতালের ভিতরের রাস্তায় জল জমে রয়েছে। এনআরএস-এর এক আধিকারিক জানিয়েছেন, অনেক কর্মীই রাস্তায় আটকে পড়েছেন। তাই রাতের ডিউটিতে থাকা কর্মীদের আপাতত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

Advertisement

আরজি কর হাসপাতালের তিনটি প্রধান ফটকই জলমগ্ন। হাসপাতালের ভিতরে পার্কিং, ক্যান্টিন-সহ নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হচ্ছে। এখানেও কর্মী অপ্রতুলতার কারণে রাতে দায়িত্বে থাকা কর্মীদের থেকে যেতে বলা হয়েছে। হাসপাতালগুলির বক্তব্য, আশপাশের এলাকা জলমগ্ন থাকায় জল বার করার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হচ্ছে না। ফের জল ঢুকছে নানা অংশ দিয়ে। বহির্বিভাগগুলিতে চিকিৎসা পরিষেবা চালু হলেও সেখানে রোগীর সংখ্যা খুব কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement