West Bengal Lockdown

সময় বাঁচাতে দিনভর হলুদ পার্ক সার্কাসের সিগন্যাল

হলুদ আলো জ্বলায় সাত মাথার মোড় থেকে যে কোনও দিকে চলে যেতে পারছে গাড়িগুলি।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০২:৫২
Share:

ছবি: পিটিআই।

লকডাউনের শহরে গাড়ির সংখ্যা কমে গিয়েছে রাস্তায়। জরুরি প্রয়োজন ছাড়া পথে নামছে না কোনও যানবাহন। এই পরিস্থিতিতে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তন আনল লালবাজারের ট্র্যাফিক বিভাগ। শহরের আরও বেশ কিছু মোড়ে ওই ব্যবস্থা চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কর্তারা। সোমবার রাতে পার্ক সার্কাস মোড়ের সিগন্যাল পরিদর্শনে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) দেবেন্দ্রপ্রতাপ সিংহ, ট্র্যাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডে এবং ডিসি রূপেশ কুমার। সব কিছু খতিয়ে দেখেই তাঁরা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের।

Advertisement

লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার থেকে ওই সাত মাথার মোড়ে শুধুমাত্র হলুদ বাতি জ্বলছে। এর ফলে কোনও গাড়িকেই অহেতুক লাল বাতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। হলুদ আলো জ্বলায় সাত মাথার মোড় থেকে যে কোনও দিকে চলে যেতে পারছে গাড়িগুলি। এক পুলিশকর্তার কথায়, ‘‘ধরুন, গড়িয়াহাটের দিক থেকে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে কোনও গাড়ির মা উড়ালপুল ধরার কথা। আগে ওই গাড়ির চালককে সাত মাথার মোড়ের সিগন্যালে বহু ক্ষণ দাঁড়াতে হত। সিগন্যাল সবুজ হলে ডান দিকে ঘুরে মা উড়ালপুল ধরত সেই গাড়ি। কিন্তু এ দিন থেকে ওই গাড়িকে আর ডান দিকে যেতে দেওয়া হবে না সরাসরি। গাড়িটিকে মা উড়ালপুল ধরতে হলে পুরো সাত মাথার মোড় ঘুরে এসে তাতে
উঠতে হবে।’’

পুলিশ সূত্রের খবর, আজকাল গাড়ির সংখ্যা রাস্তায় খুব কম হলেও স্বয়ংক্রিয় সিগন্যাল থাকায় সাত মাথার মোড়ে বহু
গাড়িকে অহেতুক দাঁড়িয়ে থাকতে হত। যার জেরে জরুরি পরিষেবার কাজে নামা গাড়িরও প্রচুর সময় নষ্ট হত। মূলত সময় বাঁচাতে এবং ভোগান্তি কমাতেই ওই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। লকডাউন যত দিন চলবে, তত দিন ওই ব্যবস্থা চালু থাকবে বলে পুলিশের কর্তারা জানিয়েছেন।

Advertisement

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, সব দিকের রাস্তা খোলা থাকায় দু’টি গাড়ির মধ্যে যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য ওই মোড়ে পর্যাপ্ত সংখ্যক ট্র্যাফিক পুলিশকর্মী রাখা হয়েছে। আচমকা গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে ওই পুলিশকর্মীরা গাড়ির গতি নিয়ন্ত্রণ করবেন।

লালবাজার সূত্রের খবর, এ জে সি বসু রোড এবং ডি এল খান রোডের মোড় এবং আর কোথায় কোথায় ওই ব্যবস্থা করা যায়, তা দেখা হচ্ছে। তবে সাধারণ মোড়গুলিতে ওই ব্যবস্থা সম্ভব নয় বলেই মঙ্গলবার বিকেলে ট্র্যাফিক পুলিশের এক কর্তা দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন