—প্রতীকী চিত্র।
কাজ থেকে ফিরে ঘুমোতে গিয়েছিলেন। সেই সময়ে তারস্বরে বাজছিল সাউন্ড বক্স। যার প্রতিবাদ করায় প্রহৃত হতে হল এক মহিলাকে। মারধরে ওই মহিলার মুখ ও কপাল ফেটে গিয়েছে বলে অভিযোগ। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও আতঙ্ক কাটছে না আক্রান্ত মহিলার। রবিবার সন্ধ্যায়, আনন্দপুর থানা এলাকার ঘটনা।
আক্রান্ত মহিলা আনন্দপুর থানা এলাকার নোনাডাঙার বাসিন্দা। বাড়িতে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে ছাড়াও বিশেষ ভাবে সক্ষম স্বামী রয়েছেন। তাঁর মেয়ে নবম শ্রেণিতে পড়ে। ওই মহিলা একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করেন। অভিযোগ, গত রবিবার কাজ সেরে বিকেলে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। শুধু মা-মেয়ে বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই সময়ে বাড়ির পাশে তারস্বরে বক্স বাজিয়ে গান শুনছিলেন অভিযুক্তেরা। মহিলার দাবি, তিনি প্রথমে বক্সের আওয়াজ কমিয়ে দেওয়ার অনুরোধ করতে মেয়েকে পাঠিয়েছিলেন। কিন্তু মেয়ে গিয়ে সে কথা বলতেই বক্সের আওয়াজ আরও বাড়িয়ে দেওয়া হয়। এর পরে ওই মহিলা ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত যুবক বাইরে বেরিয়ে এসে তাঁকে ধাক্কা দেন ও মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মারধরে ওই মহিলার গালে এবং কপালে আঘাত লাগে। তাঁর কথায়, ‘‘আমি বক্স বন্ধ করতেও বলিনি, শুধু আওয়াজ একটু কমাতে বলেছিলাম। তাতেই আমার উপরে চড়াও হল। মেয়ে ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে থাকি। আতঙ্কে রয়েছি। আপাতত কাজে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে।’’
এই ঘটনার পরে প্রতিবেশীরাই এসে প্রথমে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হয়। কপালে এবং মাথায় আঘাত লাগায় চিকিৎসকেরা প্রয়োজনীয় একাধিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত মহিলা জানান, ঘটনার পরের দিন তিনি আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর যৌন হেনস্থা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে