Salt Lake sector v

নতুন চাকরিতে জয়েন করতে গিয়ে সল্টলেকে বাসে পিষে মৃত্যু তরুণীর!

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে আরডিবি বিল্ডিং-এর সামনে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল তরুণী ওই  তথ্যপ্রযুক্তি কর্মীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৬:০১
Share:

প্রতীকী ছবি।

আজই ছিল চাকরির প্রথম দিন। কিন্তু, বাসের রেষারেষির জেরে শেষ পর্যন্ত আর চাকরিতে যোগ দেওয়া হল না মামনি দাসের।

Advertisement

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে আরডিবি বিল্ডিং-এর সামনে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল তরুণী ওই তথ্যপ্রযুক্তি কর্মীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন ওই তরুণী। সেই সময় একটি বাস পিষে দেয় তাঁকে। ওই বাস থেকেই তরুণী নেমেছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাসটিকে পুলিশ আটক করেছে। পলাতক চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা।

আরও পড়ুন: আদৌ কি সচেতন হবে এই শহর

Advertisement

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেক্টর ফাইভের আরডিবি বিল্ডিংয়ের সামনে অনেক সময়েই ট্রাফিক কর্মী থাকেন না। তার ফলে, বাসগুলির মধ্যে রেষারেষি প্রায় লেগেই থাকে। সে জন্য মাঝে মধ্যে ওই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement