Kolkata news

পার্ক থেকে উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ

পার্কের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার নাম কল্পনা বর্ধন (৭৫)। বিজয়গড়েরই বাসিন্দা তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৫
Share:

প্রতীকী ছবি।

পার্কের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার নাম কল্পনা বর্ধন (৭৫)। বিজয়গড়েরই বাসিন্দা তিনি। এ দিন সকালে স্থানীয়রাই তাঁকে পার্কের মধ্যে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় যাদবপুর থানার পুলিশ। এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে কী কারণে এমন করলেন তা এখনও জানা যায়নি। তাঁর প্রতিবেশী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর রোষে সাসপেন্ড ৬ বছর, কী আছে কপালে? জানতে চান সেই ডাক্তার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement