বন্ধ ফ্ল্যাটে মহিলার দেহ উদ্ধার

অনেক ডেকেও সাড়া না পেয়ে সন্দেহ হয়েছিল পড়শিদের। শেষে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ওই ফ্ল্যাটের বাসিন্দার দেহ। শুক্রবার, পোদ্দার পার্ক গভর্নমেন্ট কলোনিতে। মৃতার নাম বিজলি ঘোষ (৫৬)। পুলিশের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শরীরে আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৫
Share:

অনেক ডেকেও সাড়া না পেয়ে সন্দেহ হয়েছিল পড়শিদের। শেষে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ওই ফ্ল্যাটের বাসিন্দার দেহ। শুক্রবার, পোদ্দার পার্ক গভর্নমেন্ট কলোনিতে। মৃতার নাম বিজলি ঘোষ (৫৬)। পুলিশের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শরীরে আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একা থাকতেন বিজলিদেবী। রাত পর্যন্ত অবশ্য কোনও অভিযোগ দায়ের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement