শ্রমিকের মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ, বেহালার বীরেন রায় রোডে (পশ্চিম)। জখম হন আরও এক শ্রমিক। মৃতা মাজিদা বিবির (৪৫) বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে।

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০০:২৬
Share:

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ, বেহালার বীরেন রায় রোডে (পশ্চিম)। জখম হন আরও এক শ্রমিক। মৃতা মাজিদা বিবির (৪৫) বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। আহত নমিতা দাস (৩৫) ফলতার বাসিন্দা। তিনি এম আর বাঙুরে ভর্তি। স্থানীয়েরা জানান, বীরেন রায় রোডের ওই অংশে মঙ্গলবার রাতভর রাস্তা সারাইয়ের কাজ চলছিল। আচমকাই একটি গাড়ি এসে মাজিদা ও নমিতাকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ জানতে পেরেছে, গাড়িটিতে চালক-সহ তিন জন ব্যক্তি ছিলেন। ঘটনার পরেই তাঁরা গাড়িটি ফেলে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চালক ও যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ গাড়িটিকে আটক করলেও খোঁজ মেলেনি চালক-সহ বাকিদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement