Kolkata News

কুকুর লেলিয়ে দেওয়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, গ্রেফতার দুই

এসি মেশিন সারানোর কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম গৌরব পুরকাইত (২০)। দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুরের চড়কতলা রসভঞ্জের বাসিন্দা কলেজ ছাত্র গৌরব হাত খরচের টাকা রোজগারের জন্য কাকা তরুণ পুরকাইতের সঙ্গে এসি মেশিন সারানোর কাজ করত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৪
Share:

প্রতীকী ছবি।

এসি মেশিন সারানোর কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম গৌরব পুরকাইত (২০)। দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুরের চড়কতলা রসভঞ্জের বাসিন্দা কলেজ ছাত্র গৌরব হাত খরচের টাকা রোজগারের জন্য কাকা তরুণ পুরকাইতের সঙ্গে এসি মেশিন সারানোর কাজ করত। তরুণবাবু এসি সারানোর একটি সংস্থার সঙ্গে যুক্ত। মঙ্গলবার রাতে ঠাকুরপুকুরের জেমস লং সরণীতে একটি আবাসনে এসি মেশিন সারাতে যান দু’জনে। রাত বেশি হয়ে যাওয়ায় বাকি কাজ পরের দিন করার কথা বললে এসি’র মালিক তপন ঘোষাল আপত্তি করেন বলে অভিযোগ। তরুণবাবুর কথায়, ‘‘রাত ১১টা বেজে যাওয়ায় বাড়ি ফেরার সমস্যা হতে পারে বলে তপনবাবুকে বলেছিলাম বাকি কাজ সকালে এসে সারব। উনি বললেন, যত রাত হোক কাজ শেষ করতেই হবে। কিছুক্ষণ পরে প্রতিবেশী দু’টো বড় কুকুর নিয়ে ছাদে উঠে এলেন। আমরা কুকুরে ভয় পাই বলাতেও তোয়াক্কা করলেন না।’’ ছাদের ধারে ফুট দু’য়েক উচ্চতার রেলিং ঘেঁষে এসি মেশিনটির পাইপ লাগানোর কাজ করছিল গৌরব। তরুণবাবু মেশিনটি ধরেছিলেন। দু’টো কুকুরই তাঁদের দিকে এগিয়ে যায়। ভয় পেয়ে রেলিংয়ে সেঁটে যান দু’জনেই। তরুণবাবু বলেন, ‘‘একটা কুকুর সটান গৌরবের গায়ে পা দিয়ে উঠে দাঁড়ানোয় ও আর টাল সামলাতে পারেনি। নীচু রেলিং থাকায় ভর দিতে না পেরে চিৎকার করে পড়ে যায়। মুহূর্তে সব শেষ।’’ রাতেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয় গৌরবের পরিবারের পক্ষ থেকে। কুকুরের মালিক সমীর চক্রবর্তী ও তপনবাবু বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। রাতে উত্তেজিত জনতা ঠাকুরপুকুর থানা ঘেরাও করে গ্রেফতারের দাবি জানালে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। গৌরবের দাদু প্রফুল্ল পুরকাইত বলেন, ‘‘ওরাতো বলেছিল কুকুরকে ভয় পায়। কাজ করিয়ে নেওয়ার জন্য কুকুর লেলিয়ে দেওয়া হল!’’

Advertisement

আরও পড়ুন: প্রৌঢ়াকে ট্রেন থেকে ফেলে ব্যাগ ছিনতাই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন