পাটুলি

মহিলাদের ‘উত্ত্যক্ত’ করে গ্রেফতার

অপরিচিত মহিলাদের অশ্লীল ছবি তৈরি করে তাঁদেরকেই সেগুলি হোয়াট্‌সঅ্যাপ মারফত পাঠাত এক যুবক। শেষমেশ সোমবার শিবপুরের কাউস ঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাহনওয়াজ আহমেদ। সে পেশায় গাড়ি চালক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০২:৪৫
Share:

অপরিচিত মহিলাদের অশ্লীল ছবি তৈরি করে তাঁদেরকেই সেগুলি হোয়াট্‌সঅ্যাপ মারফত পাঠাত এক যুবক। শেষমেশ সোমবার শিবপুরের কাউস ঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাহনওয়াজ আহমেদ। সে পেশায় গাড়ি চালক। মঙ্গলবার আদালতে তোলা হলে ধৃতের ২৮ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ জানায়, এপ্রিল মাসে এক মহিলা লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিয়োগ করেন, তাঁর ছবি অশ্লীল ভাবে হোয়্যাট্‌সঅ্যাপে ছড়ানো হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু অভিযোগকারিণীই নন, আরও কয়েক জন মহিলার ছবি অশ্লীল ভাবে ছড়িয়েছে হোয়্যাট্‌সঅ্যাপে। পুলিশ আরও জেনেছে, অভিযুক্ত শাহনওয়াজ একটি বিশেষ ধরনের অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে প্রথমে ওই মহিলাদের নম্বর ও ছবি সংগ্রহ করত। তার পরে আসল ছবির উপরে সুপারইম্পোজ করে ওই কাণ্ড ঘটাত। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দেবাশিস বড়াল মঙ্গলবার বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে সাইবার অপরাধের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আরও জেরা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement