প্রতীকী ছবি।
ভিন্ রাজ্যে বিএড কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। শনিবার রাতে তাঁকে ধরা হয় গড়িয়াহাট থেকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবীপ্রসাদ দত্ত। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের তেঁতুলিয়ায়।
পুলিশ সূত্রের খবর, বছর চারেক আগে যাদবপুর থানা এলাকায় আনন্দপল্লিতে ‘মনোরমা ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান খোলেন দেবীপ্রসাদ। অভিযোগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রায় একশো জন প্রার্থীর থেকে কয়েক লক্ষ টাকা আদায় করেন তিনি। কিন্তু তাঁদের ভর্তির ব্যবস্থা করে দেননি। উল্টে ওই ছাত্রছাত্রীরা তাগাদা দিলে তাঁদের ঘোরানো হয়। এর পরে আদালতের নির্দেশে ২০১৫ সালের জুলাই মাসে ওই অফিস বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের মার্চে প্রতারিত পড়ুয়ারা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দেবীপ্রসাদ যাদবপুরে প্রতিষ্ঠান বন্ধ করলেও অন্যত্র একই রকম প্রতিষ্ঠান চালু করেছেন। দীর্ঘ দিন ধরে পলাতক ছিল সে। রবিবার রাতে স্ত্রীর সঙ্গে গড়িয়াহাটে বাজার করছিলেন। সেই সময়ে হাতেনাতে দেবীপ্রসাদকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে বিচারক ১৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।