ডুবে মৃত্যু

গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের। বুধবার ঘটনাটি ঘটেছে বিএনআর নর্থ কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমান প্রসাদ (১৯)। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণীতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০০:২৩
Share:

গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের। বুধবার ঘটনাটি ঘটেছে বিএনআর নর্থ কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমান প্রসাদ (১৯)। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে আমান বিএনআর নর্থ কলোনিতে তাঁর দিদির বাড়িতে বেড়াতে আসেন। এ দিন দুপুরে গঙ্গার বিএনআর ঘাটে স্নান করতে নেমেছিলেন তিনি। আচমকাই তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আমানের খোঁজে ডুবুরি নামানো হয়। প্রায় দু’ঘণ্টা পরে আমানকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement