পুলিশি হেফাজতে মৃত্যু

পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেআইনি অস্ত্র আইনে অভিযুক্ত এক যুবককে। শুক্রবার বেলায় আর জি কর হাসপাতালে সেই অভিযুক্তের মৃত্যু হল। পুলিশ জানায়, অভিযুক্তের নাম ভূষণ দেশমুখ (২৮)। তার বাড়ি মহারাষ্ট্রের সাতারার রহিমপুর থানা এলাকায়। তবে কাজের সূত্রে সে সিঁথি থানা এলাকার শম্ভুনাথ দাস লেনে থাকত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১
Share:

পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেআইনি অস্ত্র আইনে অভিযুক্ত এক যুবককে। শুক্রবার বেলায় আর জি কর হাসপাতালে সেই অভিযুক্তের মৃত্যু হল। পুলিশ জানায়, অভিযুক্তের নাম ভূষণ দেশমুখ (২৮)। তার বাড়ি মহারাষ্ট্রের সাতারার রহিমপুর থানা এলাকায়। তবে কাজের সূত্রে সে সিঁথি থানা এলাকার শম্ভুনাথ দাস লেনে থাকত।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ২০ সেপ্টেম্বর বেআইনি অস্ত্র আইনে তাকে ডি সি মিত্র স্ট্রিটের সামনে থেকে বড়তলা থানার পুলিশ গ্রেফতার করে। ওই দিন আদালতে তোলা হলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ জানাচ্ছে, পুলিশি হেফাজতে থাকাকালীন শুক্রবার সকালে থেকে ভূষণ অসুস্থবোধ করে। পুলিশ জানায়, এ দিন সকাল থেকে বার বার বমি এবং পেটের গোলমাল হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার বেলা ১২ টা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়।

এ দিকে পুলিশ এবং চিকিৎসকেরা অসুস্থতার কারণে ভূষণের মৃত্যু হয়েছে বলে জানালেও, তার পরিবারের লোক জনের দাবি, বৃহস্পতিবার বিকেলেও ভূষণের সঙ্গে তাঁদের ফোনে কথা হয়েছে। থানার এক অফিসারই কথা বলিয়েছিলেন। তখনও পর্যন্ত ভূষণ নিজে কিংবা থানা থেকে তার অসুস্থতার কোনও কথা জানাননি। এক দিনের মধ্যেই কী এমন ঘটল যে হাসপাতালে ভর্তির পরেই ভূষণের মৃত্যু হল। তবে রাত পর্যন্ত তার পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রের খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন