হাতাহাতি, জখম যুবক

বাড়ির সামনে অটো রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হলেন এক যুবক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কড়েয়ার মসজিদ বাড়ি লেনে। আহত ব্যক্তির নাম মহম্মদ সাকিল। তিনি কলকাতা মেডিক্যালে ভর্তি। পুলিশ জানায়, মসজিদ বাড়ি লেনেরই বাসিন্দা মহম্মদ নাদিম নামে এক যুবক ওই সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে রাস্তায় অটো রেখেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:২১
Share:

বাড়ির সামনে অটো রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হলেন এক যুবক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কড়েয়ার মসজিদ বাড়ি লেনে। আহত ব্যক্তির নাম মহম্মদ সাকিল। তিনি কলকাতা মেডিক্যালে ভর্তি। পুলিশ জানায়, মসজিদ বাড়ি লেনেরই বাসিন্দা মহম্মদ নাদিম নামে এক যুবক ওই সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে রাস্তায় অটো রেখেছিলেন। অভিযোগ, প্রতিবেশীরা এর প্রতিবাদ করায় দুই পক্ষে বচসা বাধে। তা গড়ায় হাতাহাতিতে। এক বাসিন্দা আরশাদ আলি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই নাদিম বাড়ির সামনে অটো রাখায় সমস্যা হচ্ছে। আমরা ওকে শুধু সতর্ক করেছিলাম। তারই প্রতিবাদে নাদিম দলবল নিয়ে আক্রমণ করে।’’ নাদিমের বাবা মহম্মদ সেলিম অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement