গুলি ছিটকে আহত যুবক

পাইপগান নিয়ে নাড়াচাড়া করছিলেন বছর ছাব্বিশের এক যুবক। আচমকাই তা থেকে গুলি ছিটকে বিঁধে গেল ওই যুবকেরই বাঁ পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন তিনি। বুধবার রাতে আড়িয়াদহের এই ঘটনায় উঠে এসেছে নানা প্রশ্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০১:৩৯
Share:

পাইপগান নিয়ে নাড়াচাড়া করছিলেন বছর ছাব্বিশের এক যুবক। আচমকাই তা থেকে গুলি ছিটকে বিঁধে গেল ওই যুবকেরই বাঁ পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন তিনি। বুধবার রাতে আড়িয়াদহের এই ঘটনায় উঠে এসেছে নানা প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কী ভাবে এত বড় ঘটনা ঘটে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়িয়াদহ সখেরবাজার এলাকার বাসিন্দা পাপ্পু সাউ পেশায় আনাজ বিক্রেতা। এলাকার বাজারেই তিনি আনাজ বিক্রি করেন। এ দিন রাতে নিজের ঘরে বসে একটি পাইপগান নিয়ে নাড়াচাড়া করছিলেন ওই যুবক। তখনই কোনও ভাবে ট্রিগারে আঙুল পড়ে যায় তাঁর। ছিটকে বেরিয়ে আসে একটি গুলি। আর তা এসে বিঁধে যায় পাপ্পুরই পায়ে। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরে তদন্তকারীরা ওই যুবকের পরিবারের লোকেদের জেরা করে জানার চেষ্টা করেন যে, ওই পাইপগান কী ভাবে হাতে পেলেন ওই যুবক। কিন্তু পুলিশ জানায়, এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি পাপ্পুর পরিজনেরা। উল্টে তাঁর বাড়ির লোকেরা দাবি করেছেন, আগে কোনও দিন বাড়িতে এই পাইপগানটি তাঁরা দেখেননি। ওই যুবকের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। তবে ওই যুবকের নামে আগে পুলিশের খাতায় কোনও অভিযোগ ছিল না বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement