প্রকাশ্যে গুলি তিলজলায়, মৃত ১

ফের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটল শহরে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে তিলজলা থানার তপসিয়া ফার্স্ট লেনে। ঘিঞ্জি এলাকায় প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ১১:০৩
Share:

ফের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটল শহরে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে তিলজলা থানার তপসিয়া ফার্স্ট লেনে। ঘিঞ্জি এলাকায় প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ মুরশেদ (৪০)। তিনি এই এলাকারই বাসিন্দা। ওই দিন রাতে পার্ক স্ট্রিট থেকে চার যুবক তপসিয়ার একটি দর্জির দোকানে আসে। এই দোকানেই কাজ করতেন মুরশেদ। নিজেদের মধ্যে কথা বলছিল তারা। এদের মধ্যে এহসান ফারুক আচমকাই মুরশেদকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মুরশেদ। তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দর্জি দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এহসান ফারুক, ওয়াসিম আক্রম এবং মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে পলাতক এক দুষ্কৃতীর।

গুলির চালানোর পিছনে কি রয়েছে কোনও পুরনো বিবাদ? না কী অন্য কোনও কারণ রয়েছ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement