Coronavirus

সুরক্ষা-বিধি মেনে আজ খুলছে চিড়িয়াখানা

চিড়িয়াখানার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে টিকিট মিলবে।” চিড়িয়াখানা জানিয়েছে, প্রবেশপথেই দর্শকদের দেহের তাপমাত্রা মাপা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০১:৫২
Share:

ফের দর্শকদের জন্য খুলছে আলিপুর চিড়িয়াখানা। ফাইল ছবি।

আনলক পর্বে আজ, শুক্রবার খুলে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা।

Advertisement

রাজ্য জ়ু অথরিটির সদস্য-সচিব তথা প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) বিনোদ যাদব বলছেন, “নির্দিষ্ট সুরক্ষা-বিধি মেনেই চিড়িয়াখানা খোলা হচ্ছে। টিকিট পুরোপুরি অনলাইনে কাটতে হবে। চিড়িয়াখানার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে টিকিট মিলবে।” চিড়িয়াখানা জানিয়েছে, প্রবেশপথেই দর্শকদের দেহের তাপমাত্রা মাপা হবে। কেউ মাস্ক ছাড়া এলে তাঁকে মাস্কদেওয়া হবে। চিড়িয়াখানা চত্বর ইতিমধ্যেই জীবাণুমুক্ত করা হয়েছে। কোনও খাঁচার সামনে যাতে দর্শকদের অতিরিক্ত ভিড় না জমে, তা দেখবেন রক্ষীরা। এ জন্য খাঁচার সামনে দাঁড়ানোর জায়গাও চিহ্নিত করা হয়েছে।

মুখ্য বনপাল জানান, এই লকডাউন পর্বে চিড়িয়াখানা বন্ধ থাকায় পশুপাখিদের লাভও হয়েছে। মেছো বেড়াল-সহ বেশ কিছু প্রাণী এই নিরিবিলি পরিবেশে প্রজননে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে চিড়িয়াখানায় জিরাফ, জ়েব্রা, অ্যানাকোন্ডার ছানাও জন্মেছে। তবে শিম্পাঞ্জি-জিরাফের মতো যারা মানুষ পছন্দ করে, তাদের মন খারাপ ছিল।

Advertisement

আরও পড়ুন: উৎসবের আগে ‘করোনা-ক্লান্তি’ ডাকছে বিপদ​

চিড়িয়াখানার আধিকারিকদের একাংশের অনুমান, আনলক-পর্বে দর্শকদের ভিড় খুব বেশি হবে না। তাই পরিস্থিতি সামাল দিতে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু কোভিড পরিস্থিতির বদল না হলে শীতকালে দর্শকদের

ভিড় কী ভাবে সামলাবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেই প্রশ্নটা রয়েই যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন