অশালীন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার, কলকাতা বিমানবন্দরে। ধৃতের নাম আনন্দ পুরী। বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন প্রহ্লাদ রায় গোয়েন্কা ও তাঁর স্ত্রী নির্মলা গোয়েন্কা। চেকিংয়ের লাইনে আনন্দ তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। প্রহ্লাদবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ আনন্দকে গ্রেফতার করে। পরে ব্যক্তিগত জামিনে মুক্তি পান আনন্দ। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে জানায় পুলিশ। এর জেরে ওই তিন জনের কেউই উড়ান ধরতে পারেননি।