উত্‌সব-সুরক্ষায় পুলিশের বৈঠক

শহরে বড়দিন এবং বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন হোটেল, ক্লাব, রেস্তোরাঁ এবং বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুলিশের শীর্ষকর্তারা। লালবাজার সূত্রের খবর, প্রায় ২০০ জন প্রতিনিধিকে নিয়ে দু’দফায় সেই বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০০:০১
Share:

শহরে বড়দিন এবং বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন হোটেল, ক্লাব, রেস্তোরাঁ এবং বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুলিশের শীর্ষকর্তারা। লালবাজার সূত্রের খবর, প্রায় ২০০ জন প্রতিনিধিকে নিয়ে দু’দফায় সেই বৈঠক হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যে সব জায়গায় বড়দিন ও বর্ষবরণের অনুষ্ঠান হয়, সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করাই এ দিনের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। বৈঠকে বলা হয়েছে, কত ক্ষণ অনুষ্ঠান হবে এবং কত লোক হতে পারে, তার আনুমানিক হিসেব ওই প্রতিনিধিদের আগাম জানিয়ে দিতে হবে লালবাজারে। সে অনুযায়ী পার্কিং বা ট্রাফিক সংক্রান্ত পরিকল্পনা করবে পুলিশ। প্রতিটি হোটেল-ক্লাব-বার-রেস্তোঁরা সিসিটিভির নজরদারির আওতায় রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

বর্ষশেষের অনুষ্ঠানের জন্য আলাদা করে একটি নিরাপত্তা-বাহিনী তৈরির কথা ওঠে বৈঠকে। কোনও দুর্ঘটনা ঘটলে সে বাহিনীই প্রাথমিক ব্যবস্থা নেবে। পুলিশের শীর্ষকর্তারা বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এ বার মহিলা সিকিওরিটি অফিসার নিয়োগ করতে হবে।

Advertisement

এক পুলিশকর্তা জানান, প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় ঢোকার সময়ে প্রত্যেকের পরিচয় জেনে নিয়ে ভাল ভাবে তল্লাশি চালাতে হবে। এ ছাড়া, এই সব জায়গার প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর রাখাও বাধ্যতামূলক।

বৈঠকে ঠিক হয়েছে, খোলা জায়গায় রাত ১০টার পরে গান বাজানো যাবে না। পাঁচ তারা ও তাঁর বেশি মর্যাদার হোটেল-রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে রাত ১২টা পর্যন্ত। বিশেষ অনুমতির সঙ্গে সেই সময় বেড়ে হতে পারে ভোর ৪টে। তবে পাঁচ তারার কম মর্যাদার হোটেলে অনুষ্ঠান মিটিয়ে ফেলতে হবে রাত ২টোর মধ্যেই।

অনুষ্ঠানের মূল কেন্দ্রস্থল পার্ক স্ট্রিটেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট। পাশাপাশি, পার্ক স্ট্রিটে কোনও রকম দুর্ঘটনা এড়াতে ৫০টি সিসিটিভি বসানোর কাজ চলছে। নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে অস্থায়ী ওয়াচ-টাওয়ার থেকেও ওই এলাকায় নজরদারি চালানো হবে বলে লালবাজার সূত্রে খবর। শপিং মল, হোটেলের মতো জনবহুল এলাকায় পুলিশের অ্যান্টি সাবোতাজ টিমের সদস্যরা নজরদারি চালাবেন বলে জানায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন