এন্টালিতে যুবক ‘খুনে’ গ্রেফতার ৫

এন্টালি থানা এলাকার সিমেন্ট ব্রিজের কাছ থেকে রবিবার রাতে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সোমবার পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অভিযোগ, শেখ আনোয়ার (২৩) নামে ওই যুবক তার কয়েক জন সঙ্গীর সঙ্গে বন্ধ থাকা একটি চটকল থেকে বাতিল লোহা চুরি করতে গিয়েছিল। চটকলের নিরাপত্তারক্ষী তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০২:১২
Share:

এন্টালি থানা এলাকার সিমেন্ট ব্রিজের কাছ থেকে রবিবার রাতে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সোমবার পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অভিযোগ, শেখ আনোয়ার (২৩) নামে ওই যুবক তার কয়েক জন সঙ্গীর সঙ্গে বন্ধ থাকা একটি চটকল থেকে বাতিল লোহা চুরি করতে গিয়েছিল। চটকলের নিরাপত্তারক্ষী তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। তাতে গুরুতর জখম হয় আনোয়ার-সহ দু’জন। আহতদের রবিবার রাতেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ওই যুবককে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে পুলিশ চটকলের নৈশরক্ষী মুকেশকুমার সিংহকে সোমবার গ্রেফতার করে। চটকলে অনধিকার প্রবেশ ও চুরির চেষ্টার অভিযোগে আনোয়ারের সঙ্গী বাবু দাস, শেখ রাজু, শেখ আবসার ও ভোগু মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। চুরির চেষ্টার ঘটনায় স্থানীয় কুলিয়া ট্যাংরা এলাকার আরও কয়েক জন যুবক জড়িত বলে পুলিশের অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানায়, রক্ষীর ছোড়া গুলিতে শেখ আবসার নামে অন্য এক যুবকও জখম হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তের পরে ও ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, গুলিতে জখম হওয়ার পরে আনোয়ারকে হাসপাতালে ভর্তি না করে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে রেখে দিয়েছিল ধৃতেরা। সেখানে প্রচুর রক্তক্ষরণ হয় তার। পুলিশ গিয়ে পরে আনোয়ারকে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন