ক্যাম্পাসেই গ্রন্থাগার গড়বে সেন্ট জেভিয়ার্স কলেজ

বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করার কথা আগেই জানিয়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রাজা ফিলিক্স রাজ। এ বার সর্বসাধারণের জন্যে উন্নতমানের গ্রন্থাগার তৈরি কথা জানালেন তিনি। বুধবার কলকাতার মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে অধ্যক্ষ এ কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ২২:৩৬
Share:

বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করার কথা আগেই জানিয়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রাজা ফিলিক্স রাজ। এ বার সর্বসাধারণের জন্যে উন্নতমানের গ্রন্থাগার তৈরি কথা জানালেন তিনি। বুধবার কলকাতার মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে অধ্যক্ষ এ কথা জানান।

Advertisement

এ দিন তিনি জানান, পার্ক স্ট্রিটের কলেজ ক্যাম্পাসেই পৃথক ভাবে গ্রন্থাগার তৈরি করা হচ্ছে। প্রায় কুড়ি হাজার বই সেখানে রাখা হবে বলে তিনি জানান। পাশাপাশি, ইন্টারনেটের সুবিধা থাকবে। এবং পড়ুয়ারা ছাড়াও অন্যান্য ব্যক্তিরা ওই গ্রন্থাগারে যেতে পারবেন। তবে তার জন্যে অবশ্যই সদস্য হওয়া আবশ্যিক।

তিনি জানান, ২০১৭ সালে রাজারহাটে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম শুরু হবে। ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে পড়ানো হবে বলে জানান তিনি। তবে তিনি বলেন, ‘‘সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত। সেটা সে রকমই থাকছে। কারণ, নতুন ভাবে যে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে তার অনুমোদন দেওয়ার ক্ষমতা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement