শিল্পী দম্পতির বাড়িতে হামলা

টি-আই প্যারেডে শনাক্ত করা হল মূল অভিযুক্তকে

মূল অভিযুক্ত রঞ্জিত সাউ ওরফে বান্না বাদে কাউকে চিনতে পারলেন না বাচিক শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষের ছেলে অয়ন। শিল্পী দম্পতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে বুধবার দুপুরে ব্যারাকপুর সাব জেলে টি-আই প্যারেডের আয়োজন করে ব্যারাকপুর কমিশনারেট। সেই অনুযায়ী অয়ন এ দিন দুপুর আড়াইটে নাগাদ ওই সেখানে আসেন। সঙ্গে ছিলেন পার্থবাবুও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১
Share:

মূল অভিযুক্ত রঞ্জিত সাউ ওরফে বান্না বাদে কাউকে চিনতে পারলেন না বাচিক শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষের ছেলে অয়ন। শিল্পী দম্পতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে বুধবার দুপুরে ব্যারাকপুর সাব জেলে টি-আই প্যারেডের আয়োজন করে ব্যারাকপুর কমিশনারেট। সেই অনুযায়ী অয়ন এ দিন দুপুর আড়াইটে নাগাদ ওই সেখানে আসেন। সঙ্গে ছিলেন পার্থবাবুও।

Advertisement

অয়ন বলেন, “আমি বান্নাকে চিনতে পেরেছি। ও-ই আমাদের বাড়ির গ্রিল বেয়ে উপরে উঠে ইট মেরেছিল। ও-ই সামনে থেকে হামলা চালিয়েছিল। কিন্তু বান্না বাদে বাকি যে সব অভিযুক্তকে ধরা হয়েছে, তাদের কাউকে আমি চিনতে পারিনি।”

গত ২৮ জানুয়ারি, বুধবার রাতে দমদমের বরফকল এলাকায় সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে বেশি রাত পর্যন্ত তারস্বরে মাইক ও ডিজে গান বাজানোর প্রতিবাদ করায় বাচিক শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষের বাড়িতে হামলা করে কয়েক জন দুষ্কৃতী। অভিযোগ, ইট ছুড়ে বাড়ি ভাঙচুর চলে। অল্পের জন্য বেঁচে যান শিল্পী দম্পতি। আরও অভিযোগ, ঢিল ছোড়া দূরত্বে দমদম থানার পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও তারা ঘটনাস্থলে না আসায় তাণ্ডব বাড়তে থাকে। পরে অবশ্য ন’জনকে ধরে পুলিশ।

Advertisement

এ দিন টিআই প্যারেডে পার্থবাবু ও গৌরীদেবীর ছেলে অয়ন মূল অভিযুক্ত বান্না বাদে কাউকে চিনতে না পারায় প্রশ্ন উঠেছে, তা হলে পুলিশ কাদের ধরল? বান্না বাদে বাকি আট জন কারা? এর আগে পুলিশ বরফকল ও তার আশপাশের এলাকা থেকে কয়েক জন যুবককে ধরে নিয়ে যাওয়ার সময়েই অভিযোগ উঠেছিল, সে দিনের ঘটনায় যুক্ত নয়, এমন কয়েক জনকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ দিন অয়ন বান্না ছাড়া বাকিদের চিনতে না পারায় নির্দোষ ছেলেদের ধরার সেই অভিযোগ আরও জোরালো হচ্ছে এলাকায়।

টি-আই প্যারেডের পরে এ দিন অয়ন বলেন, “সে দিন ৩০-৩৫ জন ছেলে হামলা করেছিল। ওই গভীর রাতে আলো-আঁধারিতে সবাইকে দেখে চিনে রাখা সম্ভব নয়। তবে ওই রাতে যাদের দেখেছি, তাদের মধ্যে এরা ছিল না।” যদিও ব্যারাকপুর কমিশনারেটের কর্তাদের দাবি, যথেষ্ট প্রমাণ সহযোগেই সবাইকে ধরা হয়েছে। ৩৫ জনের দলে ওরা ছিল। ওই দলের মধ্যে প্রথম ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করেই পরে বাকিদের ধরা হয়েছে। যেমন বান্নাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ধরা হয়েছে হরে রাম নামে আর এক যুবককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন