টুকরো খবর

আগুন লাগল রাজাবাজার সায়েন্স কলেজের অঙ্ক বিভাগের গ্রন্থাগারের এসি মেশিনে। পুলিশ জানায়, মঙ্গলবার ওই এসিতে প্রথমে শব্দ শোনেন সেখানকারই তিন কর্মী। তাঁদেরই এক জন বলেন, “শব্দ হচ্ছিল। হঠাৎ সেটি ফেটে যায়।” কর্মীরাই প্রথমে এসিতে জল দিতে থাকেন। পরে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায় এবং মেশিনটি বার করে নিয়ে আসে। এক শিক্ষিকা বলেন, “বইয়ের ক্ষতি হয়নি।”

Advertisement
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০২:১৩
Share:

কলেজের গ্রন্থাগারে আগুন

Advertisement

আগুন লাগল রাজাবাজার সায়েন্স কলেজের অঙ্ক বিভাগের গ্রন্থাগারের এসি মেশিনে। পুলিশ জানায়, মঙ্গলবার ওই এসিতে প্রথমে শব্দ শোনেন সেখানকারই তিন কর্মী। তাঁদেরই এক জন বলেন, “শব্দ হচ্ছিল। হঠাৎ সেটি ফেটে যায়।” কর্মীরাই প্রথমে এসিতে জল দিতে থাকেন। পরে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায় এবং মেশিনটি বার করে নিয়ে আসে। এক শিক্ষিকা বলেন, “বইয়ের ক্ষতি হয়নি।” এ দিকে, সোমবার রাতে আগুন লাগে কড়েয়ার বীরেশ গুহ স্ট্রিটের বস্তির একটি ঘরে। পুলিশ জানায়, আগুন আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। প্রথমে দু’টি এবং পরে দমকলের সাতটি ইঞ্জিন এসে এক ঘণ্টায় আগুন আয়ত্তে আনে। ওই রাতেই মোমিনপুর রোডে একটি বহুতলের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়ায় এলাকায়।

Advertisement

দুই দুর্ঘটনা, মৃত ১

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মঙ্গলবার বিকেলে, স্ট্র্যান্ড রোড ও আর্মেনিয়ান রোডের মোড়ে। মৃতের নাম উদ্দল পাসোয়ান (৪২)। পুলিশ জানায়, রাস্তা পেরোনোর সময়ে একটি ম্যাটাডর উদ্দলবাবুকে ধাক্কা মারে। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ দিনই সন্ধ্যায় সল্টলেকের ফাল্গুনীতে দুর্ঘটনায় আহত হন অমলেন্দু গুড়িয়া নামে এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তি। গাড়ি-সহ চালক পলাতক।

২ কিশোর উদ্ধার

লালবাজারের সামনে থেকে ভিন্ রাজ্যের দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে লালবাজারের সামনে ইতস্তত ঘুরছিল দুই কিশোর। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আট এবং তেরো বছরের ওই দু’জন হরিণবাড়ি লেনে থাকে। তাদের অভিযোগ, সেখানে একটি ব্যাগ কারখানায় তাদের জোর করে কাজ করানো হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তনভির আলম নামে এক যুবককে গ্রেফতার করে। সে-ই ওই দুই কিশোরকে ব্যাগ কারখানায় কাজ করাত বলে পুলিশ জানতে পেরেছে। আপাতত ওই দুই কিশোরকে শিশু কল্যাণ সমিতির দায়িত্বে রাখা হয়েছে।

ছিনতাই, ধৃত

হাসপাতালে যাওয়ার নাম করে গাড়ি ভাড়া করার পরে মাঝরাস্তা থেকে সেই গাড়ি ছিনতাই করে পালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আরিফ মণ্ডল এবং গণেশ সাউ। আরিফের বাড়ি মালদহে এবং গণেশের মেটিয়াবুরুজে। পুলিশ জানায়, ৬ মার্চ ওই গাড়িটির চালক বরুণ পৈলান অভিযোগ করেন, হাসপাতালে যাবে বলে দুই যুবক জয়নগর থেকে গাড়ি নিয়ে রওনা হয়। কিন্তু কালিকাপুরের কাছে বাইপাসে তারা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চম্পট দেয়। তারাতলা থানা এলাকায় গাড়িটিও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তেরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ছুটন্ত শহরে ঘুমন্ত দিন। রবীন্দ্র সদনের কাছে। ছবি: সুদীপ্ত ভৌমিক

মঙ্গলবার সকালে বেলভেডিয়ার রোডে জাতীয় গ্রন্থাগারের সামনে একটি
গাছে ধাক্কা মারে এই বাসটি। জখম হন দুই যাত্রী। তাঁদের নাম শাহিদ হালদার ও
তজুল জমাদার। পুলিশ জানায়, ৩০ জন যাত্রী নিয়ে ডায়মন্ড হারবার থেকে
ধর্মতলার দিকে আসছিল বাসটি। জাতীয় গ্রন্থাগারের দু’নম্বর গেটের সামনে
সেটি নিয়ন্ত্রণ হারায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে আহত
দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement