নীলরতন সরকার মেডিক্যাল কলেজের পুকুর থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। মৃতের নাম প্রিয়াঙ্কাকুমারী প্রসাদ (২২)। সুরেন্দ্রনাথ কলেজের প্রথমবর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা এনআরএসেরই এক চতুর্থ শ্রেণির কর্মচারীর মেয়ে। পুলিশ জানায়, শুক্রবার ভোরবেলা তাঁকে ওই পুকুরে নামতে দেখেন হাসপাতালেরই কিছু কর্মী। বেশ কিছুক্ষণ পরেও প্রিয়াঙ্কাকে উঠে আসতে না দেখে সন্দেহ হয় তাঁদের। এন্টালি থানার পুলিশ এসে ডুবুরি নামিয়ে উদ্ধার করে প্রিয়াঙ্কার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।