বইমেলার জন্য নতুন ‘অ্যাপ’

বইমেলায় নিজের পছন্দ মতো স্টলে যাওয়ার জন্য এ বছর বিশেষ মোবাইল অ্যাপসের ব্যবস্থা করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এ জন্য গিল্ডকে সাহায্য করছে সিইএসসি। এর জন্য কোনও ইন্টারনেট কানেকশনেরও দরকার নেই বলে শনিবার গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৫ ০০:০১
Share:

বইমেলায় নিজের পছন্দ মতো স্টলে যাওয়ার জন্য এ বছর বিশেষ মোবাইল অ্যাপসের ব্যবস্থা করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এ জন্য গিল্ডকে সাহায্য করছে সিইএসসি। এর জন্য কোনও ইন্টারনেট কানেকশনেরও দরকার নেই বলে শনিবার গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

শুধু তাই নয়, কলকাতাবাসীরা জানুয়ারি মাসের সিইএসসি-র বিল নিয়ে গেলে বইমেলায় প্রতিটি বইয়ের উপরে ১৫ শতাংশ ছাড় পাবেন বলেও জানা গিয়েছে।

এ বছরও বইমেলায় প্রবেশের জন্য কোনও টিকিটের ব্যবস্থা থাকছে না। মেলার থিম ব্রিটেন। ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার জন্য সরকারের তরফে থেকে মোট ৫০টি নতুন বাস পরিষেবা দেওয়া হচ্ছে বলে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান। তিনি বলেন, সিএসটিসি হাওড়া, বেহালা, ডানলপ এবং শিয়ালদহ থেকে ১৫টি বাস চালাবে বলে লিখিত ভাবে গিল্ডকে জানিয়েছে। অন্য বছরের মতো এ বারেও মেলার অডিটোরিয়ামে বিভিন্ন লেখকের বই নিয়ে থাকছে সেমিনার। ২৯ জানুয়ারি অশোককুমার সরকার স্মারক বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে। বক্তৃতা দেবেন ব্রিটিশ লেখক জিয়া হায়দার রহমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement