স্পাইসজেটের পাইলটের হঠাত্ মৃত্যু কলকাতায়

বিমান নিয়ে কলকাতা নেমেছিলেন গত শনিবার। কিন্তু, বিমানবন্দরের সিঁড়ি থেকে কোনও ভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান স্পাইস জেটের এক পাইলট। তাঁর নাম পোড়া কার্তিক। সঙ্গে সঙ্গে তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। রাজারহাটে ডিরোজিও কলেজের পাশের একটি বাড়িতে কাজের সুবাদে ভাড়া থাকতেন ওই পাইলট। তাঁর আদি বাড়ি হায়দরাবাদে। সেখান থেকে তাঁর পরিবারের লোকজন এসে ওই পাইলটের দেহ নিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে, বিমানবন্দরের ভিতরে কী ভাবে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ১২:৫৮
Share:

বিমান নিয়ে কলকাতা নেমেছিলেন গত শনিবার। কিন্তু, বিমানবন্দরের সিঁড়ি থেকে কোনও ভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান স্পাইস জেটের এক পাইলট। তাঁর নাম পোড়া কার্তিক। সঙ্গে সঙ্গে তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

রাজারহাটে ডিরোজিও কলেজের পাশের একটি বাড়িতে কাজের সুবাদে ভাড়া থাকতেন ওই পাইলট। তাঁর আদি বাড়ি হায়দরাবাদে। সেখান থেকে তাঁর পরিবারের লোকজন এসে ওই পাইলটের দেহ নিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে, বিমানবন্দরের ভিতরে কী ভাবে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement