সমস্যা নয় জমি, দাবি অমিতের

পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমির অভাব নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩১
Share:

পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমির অভাব নেই।

Advertisement

গত এক বছরে ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে রাজ্যে। দেশের বাণিজ্য-রাজধানী মুম্বইয়ে গিয়ে আরও এক বার এমনই দাবি করলেন রাজ্যের শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। আগামী ৮-৯ জানুয়ারি কলকাতায় ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ নাম দিয়ে শিল্প সম্মেলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে আরও বিনিয়োগের
প্রস্তাব আসবে বলেই আশাবাদী অমিতবাবু।

মমতা সরকারের গোড়া থেকেই রাজ্যে বড় শিল্পের জন্য জমির অভাব তৈরি হয়েছে। বাণিজ্য ও রাজনীতির সঙ্গে জুড়ে থাকা অনেকেরই অভিযোগ, জমি নিয়ে সরকারের একরোখা মনোভাব ও ভ্রান্তনীতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার যে ‘জমিব্যাঙ্ক’-এর কথা বলছে, তাতে বৃহৎ শিল্প তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এর সঙ্গেই রাজ্য জুড়ে সিন্ডিকেট রাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে বলে বিভিন্ন মহলের দাবি।

Advertisement

কলকাতার শিল্প সম্মেলন সফল করতে মঙ্গলবার মুম্বইয়ে ‘রোড শো’ করে এ সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। তাঁর দাবি, প‌শ্চিমব‌ঙ্গে শিল্পের জন্য জমির অভাব নেই। রাজ্যের হাতে এক লক্ষ একরেরও বেশি জমি রয়েছে। এ ছাড়াও বিভিন্ন শিল্প পার্কে ৪৪০০ একর ফাঁকা জমি পড়ে রয়েছে। তাঁর মতে, শিল্পের জমির অভাব রয়েছে বলে যে প্রচার হচ্ছে, তার কোনও ভিত্তি নেই।

রাজ্যে বিনিয়োগের ফিরিস্তিও দিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ‘‘গত বারের শিল্প সম্মেলনে ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। এর মধ্যে ৯১ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ কার্যকর হওয়ার বিভিন্ন স্তরে রয়েছে।’’ জানুয়ারির শিল্প সম্মেলনে তথ্য প্রযুক্তি, সিমেন্ট, সার, ইস্পাত প্রভৃতি ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের প্রস্তাব চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অমিতবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন