Laser Show

জঙ্গলমহল উৎসবে এ বার থাকছে লেজার শো

এ বার রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসবে যোগ দেবেন প্রায় আট হাজারেরও বেশি লোকশিল্পী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০০:৪৮
Share:

—ফাইল ছবি

এ বার রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসবে যোগ দেবেন প্রায় আট হাজারেরও বেশি লোকশিল্পী। সোমবার ঝাড়গ্রামে রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসবের প্রস্তুতি বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানালেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাতো।

Advertisement

এ দিন বিকেলে ঘন্টাখানেক জেলাশাসকের দফতরের বিবেকানন্দ সভাঘরে বৈঠক করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত বিশ্বাস, ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি, জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদা, বিধায়ক চূড়ামণি মাহাতো সহ জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকের পরে সাংবাদিকদের শান্তিরাম জানান, আগামী ২০-২৫ জানুয়ারি ঝাড়গ্রামে উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসব হবে ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ স্কুল মাঠে।

মন্ত্রী এ দিন আরও জানিয়েছে, জঙ্গলমহল উৎসবের তারিখ ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গতবার ৭,৮০০জন লোকশিল্পী এই উৎসবে যোগ দিয়েছিলেন। এ বার আরও বেশি সংখ্য লোকশিল্পী উৎসবে যোগ দেবেন বলেই মন্ত্রী জানিয়েছেন। সংখ্যাটা প্রায় ৮ হাজার হতে পারে। মন্ত্রী আরও জানান, এ বার উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা আয়োজন করা হচ্ছে। তিলকা মাঝি ও বিনয়-বাদল-দীনেশের জীবনী নিয়ে থাকছে লেজার শো। কারিগরি হাটও বসবে।

Advertisement

জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির চর্চাকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন। জঙ্গলমহলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নও এই উৎসবের লক্ষ্য। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত উৎসব চলবে। মন্ত্রী জানিয়েছেন, ঝাড়গ্রাম জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ জায়গা। সেই কারণে প্রতি বছর রাজ্যস্তরের উৎসব এখানেই হচ্ছে। পরে উৎসবস্থল ননীবালা স্কুল মাঠ পরিদর্শন করেন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন