Suvendu Adhikari: বিধানসভায় ‘বিএসএফের অপমান’, ফুল-মিষ্টি নিয়ে সীমান্তরক্ষীদের শুভেচ্ছা জানাতে যাবেন শুভেন্দু

তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিএসএফের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপি পরিষদীয় দলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৮:৪৫
Share:

বুধবার বিএসএপেল দফতরে বিজেপি বিধায়কদের সঙ্গে ফুল-মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে যাবেন শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে রাজ্য সরকার। সেই প্রস্তাব সংক্রান্ত বক্তৃতায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিএসএফের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপি পরিষদীয় দলের। মঙ্গলবার অধিবেশন শেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, ‘‘যেভাবে বিধানসভায় তৃণমূলের এক বিধায়ক বিএসএফ প্রসঙ্গে খারাপ মন্তব্য করেছেন, তার নিন্দার ভাষা নেই। বিএসএফ আমাদের গর্বের। বিএসএফ আমাদের সম্মানের। তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে আমরা বুধবার বিএসএফের দফতরে গিয়ে তাঁদের ফুল-মিষ্টি বিতরণ করব।’’

Advertisement

শুভেন্দু আরও বলেন, ‘‘রাজ্যের শাসকদল তৃণমূল সীমান্তরক্ষী বাহিনীকে সম্মান জানাতে জানে না। বিধানসভায় আমাদের মনে হচ্ছিল, যেন আমরা বাংলাদেশ কিংবা কাবুলের পার্লামেন্টে বসে আছি।তাই রামচন্দ্র যে ফুল দিয়ে দেবী দুর্গার পুজো করে রাবণ বধ করেছিলেন, আমরা সেই পদ্মফুল ও মিষ্টি নিয়ে বিএসএফকে সম্মান জানাতে যাব।’’

তবে বিরোধী দলনেতার দাবি খণ্ডন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা বিএসএফের বিরুদ্ধে নই। আমরা কেন্দ্রীয় সরকার যেভাবে জোর করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়ে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করতে চাইছে, আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন