KMC

অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল নিকাশি বিভাগে! উৎসবের আগে ভারী বৃষ্টি দেখে সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

ভারী বৃষ্টির জেরে সম্প্রতি কলকাতার বিভিন্ন জায়গায় জল জমতে দেখা গিয়েছে। যদিও বৃষ্টি কিছুটা কমার পরে সেই জল নেমেও গিয়েছে। এ অবস্থায় অক্টোবর পর্যন্ত নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:০৮
Share:

সম্প্রতি ভারী বৃষ্টির সময়ে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার রাস্তা। —ফাইল চিত্র।

আগামী অক্টোবর মাস পর্যন্ত নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করে দিল কলকাতা পুরসভা। বৃষ্টির কারণে কোথাও যাতে জল জমে না-থাকে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শারদোৎসব শুরু হচ্ছে শহরে। তার পর লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলী এবং ছটপুজোও রয়েছে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভার একটি সূত্র।

Advertisement

মঙ্গলবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারী বৃষ্টির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার নিকাশি বিভাগ জরুরি পরিষেবার মধ্যে পড়ে। যাতে কোথাও জল জমে না থাকে এবং ভারী বৃষ্টি হলেও যাতে মানুষের সমস্যা না-হয়, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমতে দেখা গিয়েছে। রাতভর বৃষ্টিতে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় কোথাও গোড়ালি সমান, আবার কোথাও প্রায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছিল। যদিও বৃষ্টি কমার পরে সেই জল নামতে দেরি হয়নি। বৃষ্টির জেরে কিছু জায়গায় রাস্তাতেও সমস্যা তৈরি হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেন মেয়র।

Advertisement

মঙ্গলবার ফিরহাদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারী বৃষ্টি হচ্ছে। তবে রাস্তার অবস্থা খুব খারাপ নয়। মেয়র বলেন, “আমরা যদি তিন-চার দিন সময় পাই, রাস্তা আবার আগের মতো হয়ে যাবে।” কলকাতার রাস্তার নীচে যে অবস্থা, তাতে সব জায়গায় ঢালাই রাস্তা করা সম্ভব নয় বলেও জানান তিনি। মেয়রের কথায়, এখন কলকাতা শহরে জলযন্ত্রণা প্রায় নেই বললেই চলে। তবে কিছু নিচু এলাকায় এখনও নিকাশির সমস্যা রয়ে গিয়েছে, তা মেনে নেন মেয়র। উদাহরণ হিসাবে বেহালা এবং ঠাকুরপুকুরের কিছু এলাকার কথাও বলেন তিনি। ফিরহাদ আশ্বস্ত করেন, আগামী দিনে ওই এলাকাগুলিতেও নিকাশি ব্যবস্থাকে উন্নত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement