National Commission for Women

অনুব্রত-কাণ্ডে আরও কিছু প্রশ্নের জবাব চায় জাতীয় মহিলা কমিশন, ফের দিল্লিতে ডাকা হল বীরভূমের পুলিশ সুপারকে

জাতীয় মহিলা কমিশন সূত্রে খবর, আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় বীরভূমের এসপিকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রতের কুকথা-কাণ্ডের তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব বলে ওই সূত্রের দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:০০
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

অনুব্রত মণ্ডলের কুকথা-কাণ্ডে ফের বীরভূমের পুলিশ সুপার (এসপি) আমনদীপকে দিল্লিতে ডেকে পাঠাল জাতীয় মহিলা কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় বীরভূমের এসপিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে ফোন করে কুরুচিকর কথা এবং তাঁর পরিবারের মহিলা সদস্যের নিয়ে কুৎসিত মন্তব্য করার অভিযোগ ওঠে। ওই সূত্রের দাবি, পুলিশের কাছে এই ঘটনার তদন্ত সংক্রান্ত আরও কিছু প্রশ্নের উত্তর জানতে চায় কমিশন।

Advertisement

এই বিষয়ে অবশ্য বীরভূম পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যোগাযোগ করা যায়নি এসপির সঙ্গেও। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার অনুব্রতের কুকথা-কাণ্ডে বীরভূমের এসপি-কে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের অগ্রগতির বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। কমিশনের একটি সূত্রের খবর, পুলিশ বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে। কিন্তু, আরও কিছু প্রশ্নের উত্তর জানতে চায় কমিশন। কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে যে, এসপি-র পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর), এসডিপিও (বোলপুর) কিংবা এই তদন্তের বিষয়ে অবহিত যে কেউ ২৩ জুলাই কমিশনের দিল্লির সদর দফতরে হাজিরা দিতে পারেন।

বোলপুর থানার আইসি-কে ফোন করে কুকথা বলার ঘটনায় অনুব্রতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট আধিকারিক লিটন হালদার। কিন্তু, এমন একটি ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অনুব্রতকে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল জাতীয় মহিলা কমিশন। এর আগে এই ঘটনায় জেলা পুলিশের কাছে দু’বার ‘অ্যাকশন টেকন’ রিপোর্ট চেয়েছিল কমিশন। দু’বারের রিপোর্টে সন্তুষ্ট নয় তারা। তার পরই বীরভূমের এসপি-কে তলব করা হয়।

Advertisement

কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের এসপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছিল, সোমবার (১৪ জুলাই) ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে হবে এসপিকে। আর প্রয়োজনীয় নথি ইলেকট্রনিক মাধ্যমে পাঠিয়ে দিতে হবে কমিশনের কাছে। হাই কোর্টের নির্দেশনামায় বলা হয়, তার পরে কমিশন একটি দিন নির্ধারণ করবে। ওই দিন এসপি-র মনোনীত করা কোনও পুলিশ আধিকারিক কমিশনের তোলা প্রশ্নের উত্তর দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement