(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
কাউকেই প্রায় বিশ্বাস করেন না ডোনাল্ড ট্রাম্প। নিজের মুখেই সে কথা জানিয়েও দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আরও এক বার নিজের হতাশার কথা জানান তিনি। প্রশ্নকর্তা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, আপনি কি পুতিনকে বিশ্বাস করেন? একটু সময় নিয়ে ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।”
নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, রুশ-ইউক্রেন নিয়ে যুদ্ধ থামাতে চার বার তাঁর সঙ্গে পুতিনের বোঝাপড়া প্রায় হয়েই গিয়েছিল। ট্রাম্প নিজে অন্তত এই বোঝাপড়ার বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু, তার পরেও যে ভাবে ইউক্রেনের রাজধানী কিভের হাসপাতাল বা স্পর্শকাতর এলাকাগুলিতে রুশ সেনা হামলা চালিয়ে যাচ্ছে, তাতে পুতিনের উপর ‘হতাশ’ ট্রাম্প।
সোমবার বিবিসি-কে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার আগে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়ে দেন, ইউক্রেনের সঙ্গে ৫০ দিনের মধ্যে সমঝোতায় না-এলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবেন। সরাসরি মস্কোকে নিশানা না-করলেও ট্রাম্প আদতে রাশিয়াকে ভাতে মারার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলে মনে করা হচ্ছে। যেহেতু ভারত রাশিয়া থেকে তাদের আমদানির ৮০ শতাংশ নিয়ে আসে, তাই ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে পড়তে পারে নয়াদিল্লিও। সোমবারই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাঁদের। নেটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা চাই, ইউক্রেন যা করতে চাইছে, তা যেন করতে পারে।”