মৃত ব্যাঙ্ক ম্যানেজার অভিষেক বরুণ। —ফাইল চিত্র।
পটনায় ব্যাঙ্ক ম্যানেজারের রহস্যমৃত্যু। দু’দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হল পটনারই বেউর এলাকার একটি কুয়ো থেকে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তাঁর মোটরবাইকটিও। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যাঙ্ক ম্যানেজারের নাম অভিষেক বরুণ। তিনি পটনার একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পটনার কঁকড়বাগ এলাকার বাসিন্দা বরুণ রবিবার স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি অনুষ্ঠানবাড়িতে গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানের পর স্ত্রী এবং সন্তানদের বাড়ি পাঠিয়ে দিলেও নিজে সেখানে থেকে যান অভিষেক। অভিষেকের স্ত্রী জানিয়েছেন, স্বামী কখন ফিরবেন, ফোন করে জানতে চেয়েছিলেন তিনি। জবাবে অভিষেক বলেন, তিনি বাড়ির পথে। কিন্তু, রাত ৩টে নাগাদ স্ত্রীকে ফোন করে তিনি বলেন, একটি দুর্ঘটনায় আহত হয়েছেন। তার পর থেকে আর অভিষেকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোনটিও বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে অভিষেকের পরিবারের সদস্যেরা নিকটবর্তী হাসপাতালগুলিতে খোঁজখবর নেওয়া শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকেও। তবে ওই সময় কাছেপিঠের কোনও এলাকায় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শেষমেশ মঙ্গলবার ওই ব্যাঙ্ক ম্যানেজারের দেহ উদ্ধার হয় কুয়োয়। মৃত্যুরহস্যের জাল সরাতে ইতিমধ্যেই ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের করা এফআইআর-এর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
সম্প্রতি বিহারে পর পর বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। বিধানসভা ভোটের আগে তা নিয়ে উত্তপ্ত সে রাজ্যের রাজনীতি। এই আবহেই এ বার পটনা থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যাঙ্ক ম্যানেজারের দেহ। তবে এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।