Cooch Behar

ধর্মঘটের সমর্থনে কোচবিহার জুড়ে পথে নামল বাম-কংগ্রেস

এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাম নেতা সুজন চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়-সহ অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৯:২৯
Share:

কোচবিহারে বাম এবং কংগ্রেসের মিছিল। নিজস্ব চিত্র

আগামী ২৬ নভেম্বর ভারত জু়ড়ে ধর্মঘটের আহ্বান। ওই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার জুড়ে পথে নামলেন বাম এবং কংগ্রেস কর্মী-সমর্থকরা। ধর্মঘটকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে মিছিল থেকে।

Advertisement

অতিমারির আবহে দেশের সকল গরিব পরিবারকে ১০ হাজার টাকা অনুদান, বিনা খরচে করোনার চিকিৎসা, কর্মসংস্থান, প্রত্যেকের জন্য নূন্যতম ১০ কেজি রেশন, মূল্যবৃদ্ধি রদ, নারী নিরাপত্তা-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘট ডেকেছে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সারা ভারত কিষাণ কো-অর্ডিনেশন কমিটি-সহ ১০টি শ্রমিক সংগঠন। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির বেসরকারিকরণ, সদ্য পাশ হওয়া কৃষি আইন, শ্রম আইন বাতিলের দাবিও যোগ হয়েছে তার সঙ্গে।

এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাম নেতা সুজন চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়-সহ অনেকে। ধর্মঘটের দিন জেলার দোকানপাট, এবং পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছেও ধর্মঘটকে সমর্থন করার আবেদন জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ডাক পেতেই করোনা রিপোর্ট পজিটিভ! সিবিআই-এর চাপে আইডি-তে এনামূল

আরও পড়ুন: রাজ্যে শিল্প, কৃষি ও কর্মসংস্থান নিয়ে জিরাটের জনসভা থেকে মমতাকে আক্রমণ দিলীপের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন